ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

ভারতে হাসপাতালে আগুন: পুড়ে মরলো কোভিড রোগী

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:৫৮, ২৯ জানুয়ারি ২০২২

লড়াই করছিলেন কোভিডের সঙ্গে। সুস্থও হয়ে উঠতেন। কিন্তু তাঁকে সেই সুস্থ হওয়ার সুযোগ দিল না শনিবার সকালের অগ্নিকাণ্ড। ভারতের বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালের কোভিড ওয়ার্ডে আগুন লেগে মৃত্যু হয়েছে এক রোগীর।

শনিবার ভোর সাড়ে চারটা নাগাদ হাসপাতালের রাধারাণী ওয়ার্ডে এ আগুন লাগে। ওই ওয়ার্ডকে কোভিড ওয়ার্ড করা হয়েছে কিছুদিন আগে। সেখানেই ৬ নম্বর ব্লকে ভর্তি ছিলেন কোভিড আক্রান্ত সন্ধ্যা মণ্ডল। তাঁর বয়স ৬০ বছর। সন্ধ্যা মন্ডলের বাড়ি পূর্ব বর্ধমান জেলার গলসির বড়মুড়িয়া গ্রামে।

একজন কোভিড রোগীর আত্মীয়ই এদিন ভোরে প্রথম আগুন দেখতে পান। আগুন লাগার সময় হাসপাতালের নিরাপত্তারক্ষী ও অন্য কর্মীরা ঘুমিয়ে ছিলেন বলে অভিযোগ। খবর পেয়ে হাসপাতালে পৌঁছায় দমকলবাহিনী। যদিও দমকলের গাড়ি পৌঁছানর আগেই আগুন নিভিয়ে ফেলে হাসপাতালের কর্মীরা।

হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, একটি বেডে আগুন লাগে। কিন্তু আগুন ১০ মিনিটেই নিভে যায়। রোগী মশারির মধ্যে থাকায় এবং অক্সিজেন চলার ফলে আগুন ভয়াবহ আকার নেয়। 

হাসপাতালের পক্ষ থেকে জানানো হয়েছে, এ বিষয়ে তদন্ত শুরু হয়েছে।
সূত্র: 
এসএ/
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি