ঢাকা, শুক্রবার   ১১ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

আবারও ব্যালিস্টিক মিসাইল ছুড়ল উত্তর কোরিয়া

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৫৬, ৩০ জানুয়ারি ২০২২

Ekushey Television Ltd.

আবারও ব্যালিস্টিক মিসাইল ছুঁড়েছে উত্তর কোরিয়া। ২০১৭ সালের পর থেকে সবচেয়ে বড় ক্ষেপণাস্ত্র এটি। যা মধ্যমপাল্লার ব্যালিস্টিক মিসাইল (আইআরবিএম) ক্ষেপণাস্ত্র বলে মনে করা হচ্ছে।

স্থানীয় সময় রোববার সকাল ৭টা ৫২ মিনিটের দিকে মিসাইল নিক্ষেপ করে পিয়ংইয়ং। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

দক্ষিণ কোরিয়া দাবি, এই ক্ষেপণাস্ত্রটি নিজেদের পূর্ব উপকূলের দিকে নিক্ষেপ করেছে কিম প্রশাসন।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ক্ষেপণাস্ত্রটি ২ হাজার কিলোমিটার পর্যন্ত উচ্চতায় পৌঁছায়। ৩০ মিনিটের জন্য ৮০০ কিলোমিটার দূরত্বে যেতে সক্ষম হয়। পরবর্তী এটি জাপান সাগরে পড়ে।

চলতি মাসে এ পর্যন্ত সাতটি মিসাইল ছোড়ার অভিযোগ উঠলো উত্তর কোরিয়ার বিরুদ্ধে। এ ঘটনায় নিন্দা জানিয়েছে, যুক্তরাষ্ট্র, দক্ষিণ কোরিয়া এবং জাপান।

উল্লেখ্য, ব্যালিস্টিক এবং পারমাণবিক ক্ষেপণাস্ত্র পরীক্ষায় উত্তর কোরিয়ার ওপর জাতিসংঘের নিষেধাজ্ঞা রয়েছে। তবে নিষেধাজ্ঞা উপেক্ষা করেই একের পর এক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়ে যাচ্ছে উত্তর কোরিয়া।  
এসএ/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি