ঢাকা, শনিবার   ০৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

৬ মুসলিম দেশের ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নীতি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:০৭, ২৯ জুন ২০১৭ | আপডেট: ১৯:০৩, ১ জুলাই ২০১৭

Ekushey Television Ltd.

ছয় মুসলিম দেশের নাগরিক ও শরণার্থী কোটার ভিসা প্রার্থীদের জন্য নতুন নীতি নির্ধারণ করেছে যুক্তরাষ্ট্র। নতুন নীতির আওতার দেশগুলো হলো ইরান, লিবিয়া, সিরিয়া, সোমালিয়া, সুদান ও ইয়েমেন।
যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ আদালতের আদেশে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিতর্কিত ভ্রমণ নিষেধাজ্ঞা আংশিক কার্যকর হওয়ার পর নতুন এ নির্দেশনা দেয় হোয়াইট হাউস। বৃহস্পতিবার রাত থেকে নতুন এ নির্দেশনা কার্যকর হবে। তবে বৈধ ভিসাধারীদের ক্ষেত্রে এসব নির্দেশনা কার্যকর হবে না। নতুন এই নীতিতে ভিসা প্রার্থীকে যুক্তরাষ্ট্রের সঙ্গে পারিবারিক বা ব্যবসায়িকভাবে ‘ঘনিষ্ঠ’ সম্পর্কিত হতে হবে, এমন শর্ত দেয়া হয়েছে বলে জানিয়েছে বিবিসি।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি