ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

জাস্টিন ট্রুডো কোভিডে আক্রান্ত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৪০, ১ ফেব্রুয়ারি ২০২২ | আপডেট: ১০:৪৪, ১ ফেব্রুয়ারি ২০২২

করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। নিজের ভেরিফায়েড ফেসবুক আইডি থেকে দেয়া এক পোস্টে এই তথ্য নিশ্চিত করেছেন স্বয়ং ট্রুডো।

সোমবার টুইটারে ট্রুডো লিখেছেন, ‘আজ সকালে আমি করোনা পজিটিভ বলে জানতে পেরেছি। তবে আমি সুস্থ আছি। কোনো সমস্যা মনে হচ্ছে না।’

তিনি আরও লিখেছেন, ‘এই সপ্তাহে স্বাস্থ্যবিধি মেনেই দূরত্ব রক্ষা করে কাজ করবো।’ পোস্টের শেষে সবাইকে ভ্যাকসিন নেয়ার জন্য অনুরোধ জানান তিনি।

বেশ কয়েক দিন থেকেই ট্রুডো ও তার পরিবার আইসোলেশনে রয়েছেন। 

তার কার্যালয় জানায়, ট্রুডোর এক সন্তান করোনা পজিটিভ হওয়ার পর থেকেই তার পুরো পরিবার আইসোলেশনে রয়েছেন।

এদিকে, করোনার টিকা বাধ্যতামূলক করার প্রতিবাদে কয়েকদিন ধরেই কানাডায় ট্রাক চালকদের ব্যাপক বিক্ষোভ চলছে। ট্রাক চলাচল বন্ধ হয়ে যাওয়ায় স্থবির হয়ে পড়েছে দেশটির বিভিন্ন শহর। 

পণ্য বহন না করে ট্রাক নিয়ে রাজধানী অটোয়ায় জড়ো হয়েছেন হাজার হাজার চালক।

ফার্সটুডের প্রতিবেদনে বলা হয়, অটোয়ায় ভ্যাকসিনের বিরোধিতা করে ট্রাকচালকরা আন্দোলন করায় বাসস্থান ছেড়েছেন ট্রুডো।

ফলে প্রধানমন্ত্রীর অবস্থান নিয়ে সৃষ্টি হয় ধুম্রজাল।

তবে, প্রধানমন্ত্রীর দফতর থেকে জানানো হয়, ‘নিরাপত্তাজনিত কারণেই প্রধানমন্ত্রীর অবস্থান কাউকে জানানোর সুযোগ নেই।’

এএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি