ঢাকা, শুক্রবার   ১৮ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

মিয়ানমারে বিক্ষোভে এক বছরে ১,৫০০ মৃত্যু: জাতিসংঘ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:৫২, ১ ফেব্রুয়ারি ২০২২

Ekushey Television Ltd.

মিয়ানমারে সামরিক অভ্যুত্থানবিরোধী বিক্ষোভে এক বছরে অন্তত ১,৫০০ জন নিহত হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘের মানবাধিকার কার্যালয়।

মঙ্গলবার জাতিসংঘের মানবাধিকার বিষয়ক মুখপাত্র রবিনা শামদাসানি বলেন, এক বছরে মিয়ানমারে কাস্টডিতে থাকা ৮,৭৯২ জনসহ বেআইনিভাবে আটক হয়েছে অন্তত ১১,৭৮৭ জন।

জেনেভায় জাতিসংঘের ব্রিফিংয়ে এই পরিসংখ্যান তুলে ধরেন শামদাসানি। বলেন, সেনাবাহিনীর বিরুদ্ধে কথা বলার জন্য মানুষজনকে আটক করা হয়েছে। 

শামদাসানি বলেন, “আমরা ১,৫০০ মানুষের মৃত্যু নথিভুক্ত করেছি। তবে এই হিসাব কেবল বিক্ষোভের প্রেক্ষাপটে করা হয়েছে। এর মধ্যে রয়েছে সেনাবাহিনীর কাস্টডিতে নির্যাতনে মারা যাওয়া ২০০ মানুষও।”

সূত্র: রয়টার্স

এসবি/ 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি