ঢাকা, মঙ্গলবার   ২২ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

আফগানিস্তানে এক টুকরো পাউরুটির জন্য হাহাকার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:২২, ২ ফেব্রুয়ারি ২০২২ | আপডেট: ২৩:১২, ২ ফেব্রুয়ারি ২০২২

Ekushey Television Ltd.

বন্ধ উপার্জন৷ গরিব হয়েছেন আরও গরিব৷ দুই বেলা দুই মুঠো খাবারই জুটছে না বেশিরভাগ মানুষের৷ তালেবান আমলে আফগানিস্তানের পরিস্থিতি ভয়াবহ৷ মানবিকতার খাতিরে ক্ষুধার্ত মানুষের পাশে দাঁড়াতে এগিয়ে আসছেন অনেকেই। তেমনই একজন বেকারি মালিক মেহর দাল রহমতি। কিন্তু তার সামান্য সাহায্যে কি সমস্যা সমাধান হবে!

বাচ্চা থেকে বুড়ো সবাই হাত বাড়িয়েছে একটা পাউরুটির জন্য৷ ভিড়ের মধ্যেও লাল জামা পরা একটি শিশুর দিকে বারবার চোখ চলে যেতে বাধ্য৷ অসহায় সেই মুখে করুণ আর্তি ধরা পড়েছে৷ পাউরুটি নিতে সেও ছোট হাতটি বাড়িয়ে দিয়েছে৷ পাউরুটি নিতে এসেছেন অসংখ্য নারী৷ তারাও দাঁড়িয়ে রয়েছেন খাবারের অপেক্ষায়৷

তালেবান আমলে নারীরা কাজের অধিকার হারিয়েছেন৷ দ্রব্যমূল্যও বৃদ্ধি পেয়েছে৷ তাই বেকারির সামনে  নারীদেরও ভিড়৷ তবে এজন্যও রয়েছে নির্দেশনা। বেকারির কাচে তালেবান একটি পোস্টার রয়েছে৷ তাতে লেখা নারীদের জন্য হিজাব পরা বাধ্যতামূলক৷

এই পরিস্থিতিতে হাত ভর্তি পাউরুটি নিয়ে বেকারির ব্যবসায়ী রহমতি ভাবছেন, কার হাতে তুলে দেবেন বেঁচে থাকার সামান্য এই রসদটুকু? 

সীমান্ত পেরিয়ে যে সব বাণিজ্য নিয়মিত চলত, তা তালিবান শাসনে বন্ধ হয়েছে৷ ঝাঁপ পড়েছে একাধিক স্থানীয় ব্যবসাতেও৷ 
বিশ্ব খাদ্য কর্মসূচি বলছে, ২.৩ কোটি আফগান চরম খাদ্যসংকটে ভুগছে৷ ৯০ লাখ আফগান দুর্ভিক্ষ থেকে এক ধাপ দূরে৷ 
আফগানিস্তানে পাঁচ বছরের কম বয়সি শিশুদের অর্ধেকেই এখন তীব্র অপুষ্টির শিকার৷

জাতিসংঘের ফুড প্রোগ্রাম জানাচ্ছে, দেশটিতে ১.৪ কোটি মানুষের কাছে কোনও খাবার নেই৷

জাতিসংঘের আন্তর্জাতিক শ্রমিক সংগঠন জানাচ্ছে, তালেবান সরকার ক্ষমতায় আসার পর প্রায় পাঁচ লাখ মানুষ কর্মহীন হয়েছেন৷ এই সংখ্যাটা লাফিয়ে লাফিয়ে বাড়ছে৷ 

বিজ্ঞাপন এবং টেলিভিশন-সহ সমস্ত মাধ্যমে নারীদের মুখ দেখানো নিষিদ্ধ করেছে তালেবান৷ মেয়েদের স্কুল বন্ধ করে দেওয়া হয়েছে৷ পরিবারের কোনও পুরুষ ছাড়া কোনও নারীর বাড়ির বাইরে যাওয়ার অনুমতি নেই৷

৫ বছরের কম বয়সি ১০ লাখ শিশু অপুষ্টিতে ভুগে মারা যেতে পারে, জাতিসংঘের এই প্রতিবেদনই এখন দুশ্চিন্তা বাড়াচ্ছে৷

সূত্র: ডয়েচে ভেলে

এসবি/ 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি