ঢাকা, মঙ্গলবার   ১৪ জানুয়ারি ২০২৫

চাপের মাঝেই বরিস জনসনের ৪ জ্যেষ্ঠ কর্মকর্তার পদত্যাগ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:৩৪, ৪ ফেব্রুয়ারি ২০২২

লকডাউনের মধ্যে পার্টি আয়োজনের ঘটনায় চাপের মুখে থাকা ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের চার জ্যেষ্ঠ সহকারী পদত্যাগ করেছেন।

বৃহস্পতিবার কয়েক ঘণ্টার মধ্যে জনসনের কার্যালয়ের কমিউনিকেশনস ডিরেক্টর জ্যাক ডয়েল, হেড অব পলিসি মুনিরা মির্জা, চিফ অব স্টাফ ড্যান রোজেনফিল্ড ও সরকারের জ্যেষ্ঠ আমলা মার্টিন রেনল্ডসের ইস্তফা দেওয়ার খবর আসে।

বরিস জনসনের নেতৃত্ব নিয়ে ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টির ভেতরেও প্রশ্ন বাড়ছে। এ অবস্থায় তার চার কর্মকর্তা পদত্যাগ করলেন।

ডাউনিং স্ট্রিটের একজন মুখপাত্র এক বিবৃতিতে বলেছেন, চিফ অব স্টাফ রোজেনফিল্ড বৃহস্পতিবার প্রধানমন্ত্রী বরিস জনসনকে পদত্যাগের কথা জানান। তবে নতুন কেউ দায়িত্ব না নেওয়া পর্যন্ত তিনি কাজ চালিয়ে যাবেন।

বরিসের প্রধান ব্যক্তিগত সচিবের দায়িত্ব পালন করে আসা রেনল্ডসও একই কাজ করবেন। তবে দায়িত্ব ছাড়ার পর তিনি ফরেন অফিসে আগের দায়িত্বে ফিরতে পারবেন।

এ ঘটনায় জনসনের সমর্থক বেশ কয়েকজন এমপি টুইট করে প্রধানমন্ত্রীর প্রশংসা করেছেন। তারা বলছেন, লকডাউনে পার্টির আয়োজন নিয়ে সু গ্রের তদন্ত কমিটির প্রতিবেদনে যে ক্ষতি হয়েছে, তার মেরামতে কর্মী বাহিনীতে এই পরিবর্তন এনে প্রধানমন্ত্রী ‘সঠিক কাজটিই’ করেছেন।

সূত্র: বিবিসি

এসবি/ 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি