ঢাকা, শনিবার   ০২ নভেম্বর ২০২৪

ইরানের ওপর কিছু নিষেধাজ্ঞা স্থগিত করেছে আমেরিকা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৫১, ৫ ফেব্রুয়ারি ২০২২

মার্কিন সরকার ভিয়েনায় পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের সংলাপ চলমান থাকা অবস্থায় ইরানের ওপর আরোপিত কিছু নিষেধাজ্ঞা স্থগিত করেছে। মার্কিন বার্তা সংস্থা এপির বরাত দিয়ে ইরানের সরকারি বার্তা সংস্থা ইরনা এ খবর জানিয়েছে। এতে বলা হয়েছে, ভিয়েনা সংলাপকে এগিয়ে নিতেই আমেরিকার জো বাইডেন প্রশাসন এ পদক্ষেপ নিয়েছে।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন শুক্রবার ইরানের বেসামরিক পরমাণু কর্মসূচি সংক্রান্ত কয়েকটি নিষেধাজ্ঞায় ছাড় দেয়ার দলিলে সই করেন। সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ছাড় দেয়ার এই দলিল স্থগিত রেখেছিলেন।

ভিয়েনা সংলাপ যখন একটি স্পর্শকাতর অবস্থায় পৌঁছেছে তখন আমেরিকার পক্ষ থেকে এ পদক্ষেপ নেয়া হলো। ওয়াশিংটনের এ পদক্ষেপে ভিয়েনায় শিগগিরই একটি চুক্তির সম্ভাবনা জোরালো হলো বলে পর্যবেক্ষকরা মনে করছেন।

মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় শুক্রবার দেশটির কংগ্রেসে পাঠানো এক বিবৃতিতে বলেছে, ইরানকে নিষেধাজ্ঞায় যে ছাড় দেয়া হয়েছে তার ফলে পরমাণু সমঝোতায় উভয়পক্ষের ফিরে আসার পথ সুগম হবে। 

বিবৃতিতে দাবি করা হয়েছে, ইরানের পরমাণু তৎপরতায় লাগাম টেনে ধরে পরমাণু অস্ত্র বিস্তার রোধে মার্কিন যুক্তরাষ্ট্রকে সহযোগিতা করার ক্ষেত্রে নিষেধাজ্ঞায় এই ছাড় জরুরি ছিল।
সূত্র: পার্সটুডে
এসএ/
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি