ঢাকা, শনিবার   ০৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

আফগান সীমান্তে ভূমিকম্প, কেঁপে উঠল কাশ্মীর-দিল্লি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:১৩, ৫ ফেব্রুয়ারি ২০২২

Ekushey Television Ltd.

আফগানিস্তান-তাজিকিস্তান সীমান্তে শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে। এর ফলে কেঁপে উঠেছে ভারতের বিস্তীর্ণ এলাকা। 

শনিবার সকাল ৯টা ৪৫ মিনিট নাগাদ দিল্লি, জম্মু-কাশ্মীর সহ একাধিক রাজ্যে কম্পন অনুভূত হয়। সকালে কাশ্মীর, দিল্লি-এনসিআর এবং অন্যান্য এলাকায় ভূমিকম্পের কম্পন অনুভূত হয়।

ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল আফগানিস্তান-তাজিকিস্তান সীমান্তে। ন্যাশনাল সেন্টার অফ সিসমোলজি জানিয়েছে, এর মাত্রা ছিল রিখটার স্কেলে ৫.৭। ভূমিকম্পের কেন্দ্র ভূপৃষ্ঠ থেকে ১৮১ কিলোমিটার গভীরে ছিল।

গত জানুয়ারি মাসের ১৮ তারিখে, আফগানিস্তানের হেরাথে একটি বড় ভূমিকম্প হয়। গত নভেম্বরেও কেঁপে উঠেছিল উত্তরবঙ্গের জেলাগুলো। রিখটার স্কেলে কম্পণের মাত্রা ছিল ৬.১। জানা যাচ্ছে যে, ভোর ৫টা ১৫ মিনিটে ভূমিকম্প অনুভূত হয়। ভূমিকম্পের উৎসস্থল মিজোরামের থেনজল এলাকা থেকে ৭৩ কিমি দক্ষিণ পূর্বে। 
সূত্র: জি২৪
এসএ/
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি