ঢাকা, বৃহস্পতিবার   ০৩ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

যুক্তরাষ্ট্রে কোভিডে মৃত্যু ছাড়িয়েছে ৯ লাখ 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:১৭, ৫ ফেব্রুয়ারি ২০২২

Ekushey Television Ltd.

যুক্তরাষ্ট্রে মহামারি করোনাভাইরাসে মৃতের মোট সংখ্যা নয় লাখ ছাড়িয়ে গেছে। জন্স হপকিন্স ইউনিভার্সিটি করোনাভাইরাস ট্র্যাকার এ তথ্য জানিয়েছে। খবর এএফপি’র।

মাত্র দেড় মাস আগে, দেশটিতে ডিসেম্বরের মাঝামাঝি সময়ে কোভিড-১৯ রোগে মৃতের সংখ্যা ছিল আট লাখ।

সরকারি পরিসংখ্যান অনুযায়ী, করোনাভাইরাসের অমিক্রন ভ্যারিয়েন্ট সংশ্লিষ্ট নতুন সংক্রমণ হ্রাস পাওয়া শুরু করলেও প্রাত্যহিক মৃতের সংখ্যা এখনো বৃদ্ধি পেতে দেখা যাচ্ছে। বর্তমানে প্রতিদিন গড়ে দুই হাজার চারশ’ মানুষ প্রাণ হারাচ্ছে।

যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্রের পরিচালক রোশেলি ওয়ালেনস্কি বলেন, “দেশের কিছু এলাকায় হাসপাতালে রোগি ভর্তির এখনো অনেক চাপ রয়েছে। এসব এলাকায় আমাদের স্বাস্থ্য সেবার সক্ষমতা বাড়ানো হচ্ছে।”

আমেরিকায় এখনো প্রতিদিন বহু সংখ্যক মানুষ কোভিডে মারা যাচ্ছে কারণ একেবারে সহজলভ্য হওয়া সত্ত্বেও দেশটির মোট জনগোষ্ঠীর মাত্র ৬৪ শতাংশ সম্পূর্ণ ডোজ টিকা নিয়েছে। যদিও আর তাদের টিকাগুলো অনেক বেশি কার্যকরী।

সরকারি পরিসংখ্যা অনুযায়ী, যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসে সবচেয়ে বেশি মানুষ মারা গেছে। এদিক থেকে বিশ্বে দ্বিতীয় অবস্থানে ব্রাজিল ও তৃতীয় অবস্থানে রয়েছে ভারত।

এদিকে শুক্রবার প্রকাশিত এএফপি’র পরিসংখ্যান অনুযায়ী, ২০১৯ সালের ডিসেম্বরে মহামারি কোভিডের প্রাদুর্ভাব দেখা দেয়ার পর থেকে এ পর্যন্ত বিশ্বব্যাপী কমপক্ষে ৫৭ লাখ মানুষ এ ভাইরাসের বলি হয়েছে।

তবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, এক্ষেত্রে প্রকৃত মৃতের সংখ্যা দুই থেকে তিন গুণ বেশি হতে পারে।
এসএ/
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি