ঢাকা, বৃহস্পতিবার   ২১ নভেম্বর ২০২৪

আইএস নেতার হদিস পেতে যুক্তরাষ্ট্রের পুরস্কার ঘোষণা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:০৮, ৮ ফেব্রুয়ারি ২০২২

আফগানিস্তানে আইএসআইএস-কে নেতা সানাউল্লাহ গাফারির তথ্য জানতে ১০ মিলিয়ন ডলার পুরস্কার ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র।

গত বছর ২৬ আগস্ট কাবুল বিমানবন্দরে সন্ত্রাসী হামলার জন্য দায়ীদের তথ্য জানতেও মার্কিন স্টেট ডিপার্টমেন্টের পক্ষ থেকে এই পুরস্কার ঘোষণা করা হয়েছে।
কাবুল বিমানবন্দরে সন্ত্রাসী হামলার জন্য আইএসআইএস-খোরাসান (আইএস-কে) দায়ী করা হয়।

কাবুল বিমানবন্দরে ওই হামলায় যুক্তরাষ্ট্রের ১৩ সেনাসহ ১০০ জনেরও বেশি লোকের মৃত্যু হয়েছিল। 

সানাউল্লাহ গাফারি ‘শাহাব আল-মুহাজির’ নামেও পরিচিত। তাকে ২০২০ সালের জুনে আইএসআইএস-কের প্রধান হিসেবে নিযুক্ত করে আইএসআইএস।
ইরাক ও সিরিয়ায় উত্থান হওয়া আইএসআইএসের আফগান শাখাই আইএসআইএস-কে নামে পরিচিত।

স্টেট ডিপার্টমেন্ট এক বিবৃতিতে বলেছে, গাফারি আফগানিস্তান জুড়ে আইএসআইএস-কের সব কাজের অনুমোদন এবং অভিযান চালানোর তহবিলের ব্যবস্থা করার দায়িত্ব পালন করেন। 

নভেম্বরে তাকে সন্ত্রাসী হিসেবে কালো তালিকাভুক্ত করা হয়েছিল। গাফারি সম্পর্কে খুব কমই জানা যায়, যদিও ধারনা করা হয় তিনি আরব থেকে এই অঞ্চলে এসেছেন।
গাফারি এক সময় আল-কায়েদা কমান্ডার বা তালেবানের শক্তিশালী উপদল হাক্কানি নেটওয়ার্কের সদস্য ছিলেন বলে গুজব রয়েছে।

সাম্প্রতিক সময়ে আফগানিস্তান এবং পাকিস্তানের মসজিদ, মাজার, পাবলিক স্কোয়ার এবং হাসপাতালে বেশ কয়েকটি বড় হামলার জন্য দায়ী করা হয়। 

এই গোষ্ঠীটি বিশেষ করে মুসলিমদের টার্গেট করেছে যেসকল সম্প্রদায়কে তারা ধর্মবিরোধী বলে মনে করে, যার মধ্যে শিয়ারাও রয়েছে।
সূত্র: এনডিটিভি
আরএমএ/


 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি