ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

ধর্ম অবমাননা: পাকিস্তানে হিন্দু শিক্ষকের যাবজ্জীবন দণ্ড 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:১৯, ৯ ফেব্রুয়ারি ২০২২

ধর্ম অবমাননার দায়ে পাকিস্তানের সিন্ধু প্রদেশে একজন হিন্দু শিক্ষককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। নতুন লাল নামের ওই শিক্ষক ২০১৯ সালে গ্রেপ্তারের পর থেকে কারাগারেই আছেন। 

তিনি সিন্ধুর একটি সরকারি ডিগ্রি কলেজের একজন শিক্ষক। 

পাকিস্তানের গণমাধ্যমগুলো জানিয়েছে, কারাদণ্ডের পাশাপাশি ওই শিক্ষককে ৫০,০০০ রুপি জরিমানাও করেছে আদালত।
 
মঙ্গলবার ডেইলি পাকিস্তান জানিয়েছে, কারাগারে থাকার সময় দুইবার নতুন লালের জামিনের আবেদন নাকচ হয়েছে।

২০১৯ সালের ১৪ সেপ্টেম্বর একটি ভিডিও সামাজিক ছড়িয়ে পড়ে, যেখানে একজন ছাত্র দাবি করেছিল স্থানীয় স্কুলের মালিক ধর্ম অবমাননা করেছেন।

দেশটির সেন্টার ফর রিসার্চ অ্যান্ড সিকিউরিটি স্টাডিজের তথ্য অনুযায়ী, পাকিস্তানে ১৯৪৭ থেকে ধর্ম অবমাননার ঘটনায় এক হাজার ৪১৫টি মামলা নথিভুক্ত হয়েছে এবং ওই সময় থেকে ২০২১ পর্যন্ত ধর্ম অবমাননার ঘটনায় ১৮ জন নারী এবং ৭১ জন পুরুষ বিচারবহির্ভূত হত্যার শিকার হয়েছেন।      

তবে, এ ধরনের সব ঘটনায় মামলা না হওয়ায় প্রকৃত সংখ্যা বেশি বলে ধারণা করা হয়।

প্রতিষ্ঠানটির এক প্রতিবেদনে বলা হয়েছে, ধর্ম অবমাননার ৭০ শতাংশেরও বেশি অভিযোগ আসে পাঞ্জাব থেকে।

সূত্র: এনডিটিভি

আরএমএ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি