ঢাকা, মঙ্গলবার   ০৫ নভেম্বর ২০২৪

ইউক্রেন সংকট: আরো সৈন্য মোতায়েনে প্রস্তুত ব্রিটেন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:২৯, ১০ ফেব্রুয়ারি ২০২২ | আপডেট: ১৮:৫৬, ১০ ফেব্রুয়ারি ২০২২

ইউক্রেন বিষয়ে যে কোন মানবিক সংকট মোকাবেলায় ব্রিটেন আরো এক হাজার সৈন্য মোতায়েনে প্রস্তত রয়েছে। দেশটি বুধবার এ কথা জানায়।

এদিকে ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন ন্যাটো ও পোল্যান্ড সফর করছেন। একইসঙ্গে বৃহস্পতিবার ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী লিজ ট্রাস ও রুশ পররাষ্ট্রমন্ত্রী সার্গেই ল্যাভরভ ইউক্রেন সংকট নিয়ে  বৈঠক করছেন। 

ব্রাসেলসে ন্যাটো প্রধান জেন্স স্টলেনবার্গের সাথে বৈঠকের আগে জনসন বলেন, “জোট হিসেবে আমরা যেসব নীতির বিষয়ে আপস করবো না সেসব অবশ্যই আমাদের স্পষ্ট করতে হবে।”

ব্রাসেলস থেকে জনসন পোল্যান্ডের রাজধানী ওয়ার্শ যাবেন। 

ব্রিটেন বর্তমানে এস্তোনিয়ায় তার সৈন্য সংখ্যা ৯শ’ থেকে প্রায় দ্বিগুণ করে ১৭৫০ করছে। 

ডাউনিং স্ট্রিট থেকে বলা হয়েছে, এ অঞ্চলের মানবিক সংকট মোকাবেলায় আরো এক হাজার ব্রিটিশ সৈন্য প্রস্তুত রাখার বিষয়ে জনসন অঙ্গীকার করেছেন। 

জনসন গত সপ্তাহে ইউক্রেনের রাজধানী কিয়েভ সফর করেন। কিয়েভের প্রতি সংহতি জানাতে তিনি ইউক্রেন সফর করেন। এ সময়ে তিনি রাশিয়ার উদ্দেশ্যে বলেন, “আমাদের দেখতে হবে সত্যিকার কূটনীতি, জবরদস্তিমূলক কূটনীতি নয়।”
এসএ/
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি