ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪

আসছে কোভিডের নতুন রূপ, সতর্কবার্তা বিশ্ব স্বাস্থ্য সং‌স্থার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:২৫, ১১ ফেব্রুয়ারি ২০২২ | আপডেট: ০০:১৪, ১২ ফেব্রুয়ারি ২০২২

একটি ভাইরাসের তাণ্ডবে গত দু’ বছর ধরে ত্রস্ত সারা বিশ্ব। একের পর এক স্ফীতি, নতুন নতুন রূপ নিয়ে হানা দিচ্ছে করোনাভাইরাস।

কিন্তু এখনই নিস্তার নেই। আবার করোনার নতুন রূপ বা ভ্যারিয়েন্ট হাজির হবে, এমনই সতর্কবার্তা দিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা হু।

শুক্রবার বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান মুখ্য গবেষক সৌম্যা স্বামীনাথন বলেন, ‘‘এখনই কোভিড মহামারি শেষ হচ্ছে না। করোনাভাইরাসের আরও নয়া রূপ আসতে পারে।’’

হু-র বিজ্ঞানী আরও যোগ করেন, ‘‘আমরা করোনাভাইরাসকে বিবর্তিত হতে দেখেছি, পরিবর্তিত-ও হতে দেখেছি। তাই আমরা জানি, এই ভাইরাসের আরও রূপ থাকবে। উদ্বিগ্ন হওয়ার মতো রূপও থাকবে। তাই আমরা এখনও অতিমারির শেষে আসিনি।’’ 

চরিত্র বদল করে বারবার ফিরে আসছে করোনাভাইরাস। করোনার নতুন রূপ তীব্র সংক্রামক ওমিক্রনের চেয়ে আরও শক্তিশালী এবং পরিবর্তিত রূপ আসতে পারে বলেও আশঙ্কা বিশেষজ্ঞদের। সূত্র: আনন্দবাজার

এসি

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি