ঢাকা, মঙ্গলবার   ২৪ ডিসেম্বর ২০২৪

খাদ্য সংকট এড়াতে জরুরি ব্যবস্থা নিচ্ছে শ্রীলঙ্কা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০০:০৮, ১২ ফেব্রুয়ারি ২০২২

আসন্ন খাদ্য সংকটের কথা আঁচ করতে পেরে ঘাটতি পূরণের জন্য জরুরি ব্যবস্থা নিচ্ছে শ্রীলঙ্কা।

সম্প্রতি শ্রীলঙ্কার বাণিজ্য মন্ত্রণালয় তাদের খাদ্যের মজুদ বাড়ানোর জন্য চাল আমদানির লক্ষ্যে মিয়ানমারের সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করেছে। চুক্তির আওতায় মিয়ানমার ১০ লাখ মেট্রিক টন সাদা চাল এবং ৫০ হাজার মেট্রিক টন আধাসিদ্ধ চাল শ্রীলঙ্কার কাছে বিক্রি করবে। 

শুক্রবার ইকোনমিক টাইমসের এক প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে।

এদিকে, চীনও কলম্বোকে ১০ লাখ মেট্রিক টন চাল অনুদান দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে বলে জানা গেছে এবং সম্ভবত সেই চাল আগামী মার্চ মাসে পাঠানো হবে। এ ছাড়া কলম্বো প্রয়োজনীয় পণ্য আমদানির জন্য পাকিস্তান থেকে ২০০ মিলিয়ন ডলার ক্রেডিট লাইনেরও অনুরোধ করেছে। গত ২০ থেকে ২৬ জানুয়ারি পর্যন্ত শ্রীলঙ্কার বাণিজ্যমন্ত্রী বন্দুলা গুনাবর্ধনের ইসলামাবাদে সফরের সময় এ বিষয়টি উত্থাপন করা হয়েছিল। 

বলা হচ্ছে, ২০২১ সালের এপ্রিলে কৃষি রাসায়নিক আমদানির ওপর নিষেধাজ্ঞা আরোপের কারণে এই সংকটকে আরও বাড়িয়ে দিয়েছে। নিষেধাজ্ঞার সময়, নিম্নমানের জৈব সার এবং কীটনাশক ব্যবহার শাকসবজি এবং ফল ফসলের ফলন তীব্রভাবে হ্রাস করে। এর ফলে কৃষদের তীব্র বিক্ষোভের মুখে সরকার ২০২১ সালের অক্টোবরে কৃষি রাসায়নিক আমদানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিতে বাধ্য হয়।

ইকোনমিক টাইমস জানিয়েছে, বছরের পর বছর মূল্যস্ফীতির কারণে ২০২১ সালের ডিসেম্বরে দেশটিতে খাদ্যমূল্য ২১.৫ শতাংশ বেড়ে যাওয়ার রেকর্ড হয়েছিল, যা নভেম্বরে ছিল ১৬.৯ শতাংশ। এক বছরের ব্যবধানে ৭.৫ শতাংশ বেড়েছিল। 

শ্রীলঙ্কার জ্যেষ্ঠ মন্ত্রীরা সম্প্রতি পার্লামেন্টকে খাদ্য সংকট বেড়ে যাওয়ার বিষয়টি নিয়ে সতর্ক করেছেন। মার্চে দেশটিতে ধান কাটা শুরু হবে। মন্ত্রীরা বলছেন, গত বছর রাসায়নিক আমদানির ওপর নিষেধাজ্ঞা দেওয়ার পর কৃষকরা অন্তত ৩০ শতাংশ জমি পরিত্যক্ত করেছেন, ফলে এবার উৎপাদন ব্যাপকভাবে কম হবে।

প্রতিবেদনে বলা হয়েছে, দেশটিতে মহামারি পরবর্তী অর্থনৈতিক পুনরুদ্ধার ধীর গতিতে হচ্ছে, মুদ্রাস্ফীতি বাড়ছে এবং বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমে যাচ্ছে। কোভিড মহামারি দেশটির পর্যটননির্ভর অর্থনীতির ওপর ব্যাপকভাবে প্রভাব ফেলেছে। 

এর আগে কলম্বো কর্তৃপক্ষ প্রয়োজনীয় জিনিসপত্রের রেশনিং ব্যবস্থা চালু করার চেষ্টা করেছিল, কিন্তু এই পদক্ষেপটি ছিল অজনপ্রিয়। কৃষি মন্ত্রণালয়ের সচিব উদিত জয়াসিংহে একটি আনুষ্ঠানিক রেশনিং প্রকল্পের আহ্বান জানিয়েছিলেন যাতে করে বয়স্ক এবং অসুস্থদের সামনের মাসগুলোতে খাওয়ানো যায়, কিন্তু সেটি বদলে ফেলা হয়েছে। 

২০২১ সালের ডিসেম্বরের শেষে শ্রীলঙ্কার বৈদেশিক রিজার্ভ ব্যাপকভাবে কমে ৩.১ বিলিয়ন মার্কিন ডলার হয়েছে। এ ছাড়া আন্তর্জাতিক রেটিং এজেন্সিগুলি ৩৫ বিলিয়ন ডলারের বৈদেশিক ঋণ খেলাপি হওয়ার আশঙ্কায় শ্রীলঙ্কার সার্বভৌম রেটিং কমিয়েছে।

এসি
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি