ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

প্রেম-বিয়ে ভাঙলেই আর্থিক উন্নতি!

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:০১, ১২ ফেব্রুয়ারি ২০২২ | আপডেট: ১৩:০০, ১২ ফেব্রুয়ারি ২০২২

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

বিবাহবিচ্ছেদ কিংবা প্রেম ভেঙে যাওয়ার পরই আর্থিক উন্নতি হয়েছে অধিকাংশ মানুষের! সম্প্রতি কানাডীয় একটি ব্যাঙ্কের সমীক্ষা জানাচ্ছে এমনই অবাক করা তথ্য।

দিল্লি কা লাড্ডুর কথা শুনেছেন তো? এ যেন ঠিক তাই। খাবেন, না বাদ দেবেন- তা নিয়ে দোলাচলের শেষ নেই। যাঁরা প্রেম নেই বলে দুঃখে কেঁদে ভাসাচ্ছেন, তাঁদের ক্ষতে অল্প হলেও প্রলেপ লাগাতে পারে সদ্য প্রকাশিত এই সমীক্ষার ফলাফল।

কানাডায় ১,৭০০ জনের উপর চালানো একটি ব্যাঙ্কের সমীক্ষা জানাচ্ছে, বিবাহবিচ্ছেদ কিংবা প্রেম ভেঙে যাওয়ার পর আর্থিক উন্নতি হয়েছে অধিকাংশ মানুষের। 

সমীক্ষায় অংশগ্রহণকারীদের প্রায় ৭৪ শতাংশই জানান, বিবাহিত থাকাকালীন কিংবা পূর্ববর্তী সম্পর্কে থাকার সময় তাদের অর্থনৈতিক অবস্থা যা ছিল, বিবাহবিচ্ছেদ কিংবা সম্পর্ক ভেঙে যাওয়ার পর সেই অবস্থার উন্নতি হয়েছে অনেকটাই। এমনকি ভবিষ্যতেও তাদের অর্থনৈতিক অবস্থা আরও ভাল হবে বলেই মত সংশ্লিষ্টদের।

কিন্তু এমনটা হওয়ার কারণ কি? 
সমীক্ষায় অংশ নেয়া ৫২ শতাংশ মানুষ জানিয়েছেন, সম্পর্কচ্ছেদের পরই আয়-ব্যয়ের হিসেবটা অনেক বেশি বুঝতে শিখেছেন তাঁরা। 

শতকরা ৫৭ জন বলেছেন, বিচ্ছেদের পর তাঁদের খরচ কমে গিয়েছে অনেকটাই। আর ৫৪ শতাংশ মানুষের দাবি, বিচ্ছেদের পর একার হিসেব-নিকেশ করা অনেক বেশি সহজ বলে মনে হয়েছে তাঁদের। সূত্র- আনন্দবাজার অনলাইন।

এনএস//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি