ঢাকা, মঙ্গলবার   ২৪ ডিসেম্বর ২০২৪

জাপানে চাল কারখানায় অগ্নিকাণ্ডে নিহত ৪

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:৪৫, ১২ ফেব্রুয়ারি ২০২২ | আপডেট: ১৫:২৬, ১২ ফেব্রুয়ারি ২০২২

জাপানে একটি চাল ভাঙার কারখানায় আগুন লেগে চার শ্রমিকের মৃত্যু হয়েছে।

জাপানের স্থানীয় গণমাধ্যমের তথ্য সূত্রে জানা যায়, উত্তর নিগাতার একটি কারখানায় মধ্যরাতে যখন আগুন লাগে তখন প্রায় ৩০ জন ঘটনাস্থলে ছিলেন।

জাপান পুলিশের পক্ষ থেকে শনিবার জানান হয়েছে যে, আগুন নেভানোর জন্য সারারাত ধরে দমকলকর্মীরা কাজ করে। যদিও এখনও আগুন লাগার কারণ স্পষ্ট নয়।

পাবলিক ব্রডকাস্টার এনএইচকে আরো জানিয়েছে, পুলিশ ঘটনাস্থলে থাকা আরও দুই কর্মীকে খুঁজছে এবং অন্য একজনকে অসুস্থ অবস্থায় হাসপাতালে পাঠিয়েছে।

স্থানীয় দমকল বিভাগের একজন জানিয়েছেন, আগুন লাগার আট ঘণ্টা পরেও আগুন নেভানোর কাজ করে দমকলকর্মীরা। 

তিনি আরো বলেন, “আমরা মোট ২২টি ফায়ার ট্রাক ঘটনাস্থলে পাঠিয়েছি এবং দমকলকর্মীরা সেখানে কাজ করছে।”

কারখানাটির মালিক সাংকো সেইকা। জাপানের সবচেয়ে বড় চাল প্রস্তুতকারকদের মধ্যে একটি। 

এর আগে ডিসেম্বরে, ওসাকার একটি মানসিক স্বাস্থ্য ক্লিনিকে আগুন লেগে ২৫ জন নিহত হয়েছিলেন।
সূত্র: এনডিটিভি
আরএমএ/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি