ঢাকা, বৃহস্পতিবার   ০৩ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

পরীক্ষার ফল নিয়ে তর্ক, মা-বাবা ও ভাইকে গুলি করে হত্যা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৪৯, ১৪ ফেব্রুয়ারি ২০২২ | আপডেট: ১১:১৩, ১৪ ফেব্রুয়ারি ২০২২

Ekushey Television Ltd.

পরীক্ষার ফল নিয়ে তর্কের জেরে মা-বাবা ও ভাইকে গুলি করে হত্যা করেছে স্পেনের এক যুবক। অভিযোগ উঠেছে ওই কিশোর প্রিয়জনদের হত্যার পর তিন দিন ধরে তাদের লাশ নিয়ে ঘরেই ছিল। পরে বাড়িতে এক আত্মীয় এলে বিষয়টি জানাজানি হয়। 

দেশটির পুলিশ প্রশাসন জানিয়েছে স্পেনের বন্দরনগরী আলেকান্তের ২০ কিলোমিটার দূরের প্রত্যন্ত একটি গ্রাম এলসিতে স্থানীয় সময় গত মঙ্গলবার এই ঘটনা ঘটে বলে। যা জানাজানি হয় শুক্রবার রাতে। 

জানা গেছে, কয়েক দিন ধরে পরিবারটির সাড়াশব্দ না পেয়ে ওই কিশোরের খালা তাদের খোঁজ নিতে এসেছিলেন ওই বাড়িতে। তখন কিশোর তার কাছে স্বীকার করে যে সে তার বাবা-মা ও ভাইকে হত্যা করেছে।

এরপর পুলিশে খবর দিলে তারা গিয়ে ঘরের ভেতর থেকে তিনজনের লাশ উদ্ধার করে। হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে পুলিশ কিশোরকে হেফাজতে নেয়।

পুলিশকেও ওই কিশোর একই তথ্য দিয়েছে। বলেছে, স্কুলের রেজাল্ট নিয়ে মায়ের সঙ্গে তার তর্কাতর্কি হয়েছিল। একপর্যায়ে ক্ষুব্ধ হয়ে বাবার রাইফেল দিয়ে মায়ের ওপর গুলি চালায় সে। পরে একইভাবে বাবা ও ১০ বছর বয়সী ছোট ভাইকেও হত্যা করে সে।

সূত্র: ইন্ডিয়া ডট কম

এসবি/ 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি