ঢাকা, শনিবার   ২৩ নভেম্বর ২০২৪

মুক্তি পেয়েছেন চার আফগান নারী অধিকারকর্মী

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৫০, ১৪ ফেব্রুয়ারি ২০২২

কয়েক সপ্তাহ ধরে ‘নিখোঁজ’ চার নারী অধিকারকর্মীকে মুক্তি দেওয়ার কথা জানিয়েছেন দেশটির কর্তৃপক্ষ। 

আফগানিস্তানে জাতিসংঘের সহায়তা মিশন ইউএনএএমএ এক টুইটে জানিয়েছে, তাদের অবস্থান এবং নিরাপত্তা সম্পর্কে দীর্ঘ অনিশ্চয়তার পর চার 'নিখোঁজ' আফগান নারী অধিকারকর্মী এবং তাদের সঙ্গে নিখোঁজ স্বজনদের সবাইকে কর্তৃপক্ষ মুক্তি দিয়েছে।

তামানা জারিয়াবি পারইয়ানি, পারওয়ানা ইব্রাহিমখেল, জাহরা মোহাম্মদী এবং মুরসাল আয়ার তালেবান বিরোধী সমাবেশে অংশ নেওয়ার পরে নিখোঁজ ছিলেন। তবে আফগানিস্তানের কট্টর শাসকগোষ্ঠী এই নিখোঁজ বা আটকের বিষয়টি অস্বীকার করে আসছিল।

আগস্টে ক্ষমতায় ফেরার পর থেকেই তালেবানরা নারীদের সমাবেশে বাধা, সমালোচকদের আটক এবং স্থানীয় সাংবাদিকদের মারধর, আটকসহ নানা উপায়ে ভিন্নমত দমনের নীতি অবলম্বন করে আসছে। 

ইউএনএএমএ প্রত্যেক আফগানের অধিকারকে সম্মান করার আহ্বান জানিয়েছে।

বার্তা সংস্থা জানিয়েছে, অধিকারকর্মী ইব্রাহিম খেলকে শুক্রবার ছেড়ে দেওয়া হয়েছে। 

কাবুলে নারী অধিকার নিয়ে এক সমাবেশে অংশ নেওয়ার পরদিন পরদিন ১৯ জানুয়ারি আরেক কর্মী পরিয়ানীর সঙ্গে নিখোঁজ হয়েছিলেন তিনি। 

এর কয়েক সপ্তাহ পরে নিখোঁজ হন অধিকারকর্মী মোহাম্মদী এবং আয়ার। এই চার নারী অধিকারকর্মীর  কয়েকজন আত্মীয়ও উধাও হয়েছিলেন।

নিখোঁজ হওয়ার কিছুক্ষণ আগে, পরিয়ানী একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেছিলেন। 

তার দরজায় তালেবান যোদ্ধারা অবস্থান নিয়েছে এমন খবর দিয়ে উদ্বিগ্ন পরিয়ানী সাহায্য চাওয়ার আকুতি জানিয়েছেন ওই ভিডিওতে।

সূত্র এনডিটিভি

আরএমএ
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি