ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

ইউক্রেন গেলেন জার্মান চ্যান্সেলর

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:০০, ১৪ ফেব্রুয়ারি ২০২২ | আপডেট: ১৩:৩৭, ১৪ ফেব্রুয়ারি ২০২২

ইউক্রেনের রাজধানী কিয়েভ পৌঁছেছেন জার্মান চ্যান্সেলর ওলাফ শলৎস। ইউক্রেনে রুশ হামলার আশংকা নিয়ে উত্তেজনা তীব্র হওয়ার প্রেক্ষাপটে তিনি সোমবার কিয়েভ সফরে গেলেন। এরপর তিনি মস্কো সফরে যাবেন।

এর আগে গত সপ্তাহে ফরাসী প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো সংকট নিরসনে একই উদ্যোগ নিয়ে ছিলেন।

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ন্যাটো জোটে ইউক্রেনের সদস্যপদ এবং পূর্ব ইউরোপে এই জোটের সম্প্রসারণ ঠেকাতে চান। তিনি পশ্চিমাদের কাছে নিরাপত্তা গ্যারিন্টিও দাবি করেন।

কিন্তু পশ্চিমারা এ দাবিতে কর্ণপাত না করায় তিনি ইউক্রেন সীমান্তে প্রায় এক লাখ সৈন্যের সমাবেশ ঘটান।

যুক্তরাষ্ট্র বলছে, রাশিয়া যে কোন দিন ইউক্রেনে  হামলা চালাতে পারে। যদিও রাশিয়া যুক্তরাষ্ট্রের এ আশংকা উড়িয়ে দিয়েছে।

এদিকে আলোচনার মাধ্যমে সংকট নিরসন প্রচেষ্টায় জার্মানী ও ফ্রান্স উভয়ে কেন্দ্রীয় ভূমিকা পালন করছে।
এসএ/
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি