ঢাকা, শুক্রবার   ১১ অক্টোবর ২০২৪

টিকা না নেওয়ায় চাকরি হারাচ্ছেন ৩ হাজার কর্মী

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:২৮, ১৪ ফেব্রুয়ারি ২০২২

যদি কোনোও ব্যক্তি নির্ধারিত সময়ের মধ্যে টিকা নিতে ব্যর্থ হন, তাহলে তিনি চাকরি হারাবেন। যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরে এমন নিয়ম চালু করায় এখন শহরটির প্রায় তিন হাজার কর্মী চাকরি হারাতে বসেছেন।

নিউইয়র্কের মেয়ক রিক অ্যাডামস নাগরিকদের টিকা নিতে উদ্বুদ্ধ করতে এই নতুন নিয়ম চালু করেছেন বলে জানা গেছে। 

এদিকে চাকরিচ্যুতের ঘটনায় বিক্ষোভের পরিকল্পনা করছেন বিরোধীরা। পাশাপাশি আইনি ব্যবস্থাও নেওয়ার প্রক্রিয়া চলছে।

তবে মেয়র রিকের এক কথা, তিনি এই নিয়ম পরিবর্তন করবেন না। তিনি বলেন, শহরের ৯৫ শতাংশের বেশি চাকরিজীবী এই নিয়ম মেনেছেন। নগর কর্তৃপক্ষ কর্মচারীদের বরখাস্ত করছে তা নয়; বরং কর্মীরা নিয়ম না মেনে পদত্যাগ করছেন।

করোনা শুরুর পর থেকে স্বাস্থ্য বিশেষজ্ঞরা বরাবরই টিকা নেওয়ার ওপর জোর দিয়েছেন। নিউইয়র্কের বিভিন্ন শহরে, বিশেষ করে সরকারি চাকরিজীবীদের ক্ষেত্রে কড়াকড়ি আরোপ করা হয়।

যুক্তরাষ্ট্রে বসবাসরত প্রায় ৭৫ শতাংশ প্রাপ্তবয়স্ক মানুষ এখন পর্যন্ত টিকার আওতায় এসেছেন। কড়াকড়ির কারণে নিউইয়র্ক শহরের ৮৫ শতাংশের বেশি প্রাপ্তবয়স্ক মানুষকে টিকা দেওয়া হয়েছে।

এখন পর্যন্ত সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যু হয়েছে বিশ্বের শীর্ষ ক্ষমতাধর দেশ যুক্তরাষ্ট্রে। তালিকায় শীর্ষে থাকা দেশটিতে মোট শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ৭ কোটি ৯৩ লাখ ২৫ হাজার ৫৭৬ জন। এ ছাড়া মোট মৃত্যু হয়েছে ৯ লাখ ৪৩ হাজার ৪১১ জনের।

সূত্র: নিউ ইয়র্ক টাইমস

এসবি/ 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি