ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

১৪ জনকে বিয়ে! অতঃপর...

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৫৭, ১৫ ফেব্রুয়ারি ২০২২ | আপডেট: ১৩:০০, ১৫ ফেব্রুয়ারি ২০২২

৪৮ বছরের ব্যবধানে ভারতের সাতটি রাজ্যে ১৪ জন নারীকে বিয়ে করেছেন ভারতের এক ব্যক্তি। সোমবার ওই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

অভিযুক্ত ব্যক্তি ওড়িশার কেন্দ্রপাড়া জেলার পাটকুড়া থানার অন্তর্গত একটি গ্রামের বাসিন্দা।
পুলিশ সুত্রে জানা যায় এই ব্যক্তি ১৯৮২ সালে প্রথম বিয়ে করেছিলেন এবং ২০০২ সালে দ্বিতীয় স্ত্রী গ্রহণ করেছিলেন।

ভারতের ভুবনেশ্বর রাজ্যে পুলিশের ডেপুটি কমিশনার উমাশঙ্কর দাশ জানিয়েছেন, “ এই দুটি বিয়ে থেকে তিনি পাঁচটি সন্তানের জন্ম দিয়েছেন। ২০০২ এবং ২০২০ এর মধ্যে, তিনি বিবাহ সংক্রান্ত ওয়েবসাইটের মাধ্যমে অন্যান্য নারীদের সাথে বন্ধুত্ব করেছিলেন এবং অন্যান্য স্ত্রীদের অজান্তেই তাদের বিয়ে করেছিলেন।” 

এই ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ, পালিয়ে যাওয়ার আগে আগের স্ত্রীদের কাছ থেকে টাকা নিয়েছিলেন তিনি। গ্রেফতারকৃত ব্যক্তি অবশ্য অভিযোগ অস্বীকার করেছেন।

লোকটি তার শেষ স্ত্রীর সাথে ওড়িশার রাজধানীতে অবস্থান করছিলেন, যিনি দিল্লিতে একজন স্কুল শিক্ষিকা ছিলেন। সে কোনোভাবে  তার আগের বিয়ের কথা জানতে পারে এবং পুলিশে অভিযোগ দায়ের করে।

পুলিশ জানিয়েছে, ওই ব্যক্তি মধ্যবয়সী অবিবাহিত নারীদের টার্গেট করতেন। 

এই ব্যক্তি নিজেকে ডাক্তার এবং আইনজীবী হিসাবে পরিচয় দিতেন বলে জানা যায়। তার বিয়ে করা মেয়েদের লিস্টে চিকিত্সক এবং উচ্চ শিক্ষিত নারীসহ আধা-সামরিক বাহিনীতে কর্মরত একজনও ছিলেন।

দিল্লি, পাঞ্জাব, আসাম, ঝাড়খণ্ড ও ওড়িশা সহ সাতটি রাজ্যের নারীদের সঙ্গে প্রতারণা করেছেন গ্রেপতারকৃত এই ব্যক্তি। 

সূত্র: এনডিটিভি

আরএমএ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি