ঢাকা, শুক্রবার   ২৪ জানুয়ারি ২০২৫

ইউক্রেনের সশস্ত্র বাহিনীরসহ দুটি ব্যাংকে সাইবার আক্রমণ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:৪৩, ১৬ ফেব্রুয়ারি ২০২২

ইউক্রেন ও রাশিয়ার মধ্যে বেশ কয়েকদিন ধরে অস্থির অবস্থা বিরাজ করছে। এর মধ্যেই মঙ্গলবার ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় এবং সশস্ত্র বাহিনীর পাশাপাশি দুটি রাষ্ট্রীয় ব্যাংকের সাইটগুলোতে সাইবার আক্রমণ হয়েছে। 

ইউক্রেনিয়ান সেন্টার ফর স্ট্র্যাটেজিক কমিউনিকেশনস অ্যান্ড ইনফরমেশন সিকিউরিটি এ দাবি করেছে।

এ হামলার পেছনে রাশিয়ার হাত থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে এজন্য ইউক্রেন সরকারের পক্ষ থেকে সরাসরি কাউকে দায়ী করা হয়নি। 

ক্ষতিগ্রস্থ সাইটগুলোর মধ্যে রয়েছে ওশাদব্যাংক অন্তর্ভুক্ত রাষ্ট্রীয় সঞ্চয় ব্যাংক এবং প্রিভাট২৪। যা সেই দেশের দুটি বৃহত্তম আর্থিক প্রতিষ্ঠান।

প্রতিরক্ষা মন্ত্রকের সাইটটিতে ঢুকলে ত্রুটি বার্তা দেখাচ্ছে এবং ‘প্রযুক্তিগত রক্ষণাবেক্ষণ চলছে’ বলে বার্তা দিচ্ছে।

দেশটির সরকারের পক্ষ থেকে বিবৃতিতে কোন নাম উল্লেখ না করে তারা জানিয়েছে, আগ্রাসী আচরণে কাজ না হওয়ায় এবার নোংরা কৌশল বেছে নেওয়া হয়েছে। দেশটি সাইবার হামলা থেকে রক্ষা পেতে এবং ক্ষতিগ্রস্থ সাইবারগুলো পুনরুদ্ধারে কাজ করছে।
সূত্র: এনডিটিভি
আরএমএ/ এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি