ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

কোভিডের চেয়ে দূষণে বেশি মানুষ প্রাণ হারাচ্ছে, উদ্বেগ জাতিসংঘের

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৫৩, ১৭ ফেব্রুয়ারি ২০২২

বিশ্বে মহামারি করোনাভাইরাসের চেয়ে পরিবেশ দূষণের প্রভাবে বেশি মানুষ প্রাণ হারাচ্ছে বলে উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘ। প্রতিবছর অকাল মৃত্যুর সংখ্যা অন্তত ৯০ লাখ।

সম্প্রতি পরিবেশ দূষণের ভয়াবহতা নিয়ে জাতিসংঘের পরিবেশ বিষয়ক সংস্থার ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদনে উঠে আসে এসব তথ্য। 

এতে বলা হয়, কীটনাশক, প্লাস্টিক ও ইলেকট্রনিক বর্জে্য সৃষ্ট দূষণ মানুষের মৃত্যুর বড় কারণ। এর জন্য রাষ্ট্রসহ বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানকে দায়ী করা হয়। 

সংস্থার পরিবেশ বিষয়ক বিশেষ দূত ডেভিড বোয়েড বলেন, দূষণ মোকাবেলায় প্রচলিত ব্যবস্থাপনা সফল হয়নি। এ কারণে আরও বড় পরিসরে ছড়িয়ে পড়েছে দুষণ। 

এ অবস্থায় মৃত্যু ঠেকাতে পলিফ্লোরালকিল ও পারফ্লোরালকিলসহ নির্দিষ্ট কিছু বিষাক্ত রাসায়নিক নিষিদ্ধ করতে দ্রুত ও কার্যকর উদ্যোগ নেয়ার তাগিদ জাতিসংঘের।

এএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি