ঢাকা, শনিবার   ০৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

গুয়েতেমালায় ভূমিকম্পে বহু লোক ক্ষতিগ্রস্ত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৩৮, ১৭ ফেব্রুয়ারি ২০২২

Ekushey Television Ltd.

গুয়েতেমালার পশ্চিমাঞ্চলে বুধবার ভোরে আঘাত হানা ৬.২ মাত্রার ভূমিকম্পে অসংখ্য মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। এ সময়ে তিন জন গুরুতর হার্ট অ্যাটাকেরও শিকার হয়েছেন। কর্তপক্ষ এ কথা জানায়। 

গুয়েতেমালা সিটির প্রায় ১০০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে উপকূলীয় জেলা এসকুইন্টালাতে এই ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ভূগর্ভের ৮৪ কিলোমিটার (৫২ মাইল) গভীরে। 

যুক্তরাষ্ট্রের জিওলজিক্যাল সার্ভে জানিয়েছে, এই ভূকম্পনের মাত্রা ছিল ৬.২, তবে গুয়েতেমালার কর্তৃপক্ষের ধারণা এটি আরো শক্তিশালী ছিল এবং এর মাত্রা ছিল ৬.৮। এই ভূমিকম্প পরবর্তী ভ’মিকম্পের মাত্রা ছিল ৪.৮।

ভূমিকম্পের কারণে রাস্তায় ভূমিধস, বাড়িঘরের ক্ষতি এবং বিদ্যুৎ বিভ্রাট ঘটে, এতে প্রায় ৩১ হাজার ৩০০ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন বলে জানিয়েছে উদ্ধারকর্মীরা। হার্ট অ্যাটাকে ৩ জন নারীর মৃত্যু হয়েছে। তবে ভূমিকম্পের সঙ্গে এই মৃত্যু কিভাবে সম্পর্কিত তা উল্লেখ করা হয়নি।
এসএ/
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি