ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪

ইউক্রেন সীমান্তে সৈন্য জড়ো করেই চলেছে রাশিয়া: যুক্তরাষ্ট্র

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:২৯, ১৮ ফেব্রুয়ারি ২০২২ | আপডেট: ০৮:৩২, ১৮ ফেব্রুয়ারি ২০২২

রাশিয়া ইউক্রেনের সীমানা বরাবর তার বাহিনীর সমাবেশ বাড়িয়েই চলেছে। এমন অভিযোগই করেছেন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রী লয়েড অস্টিন। 

বৃহস্পতিবার তিনি বলেছেন, মস্কো সৈন্য প্রত্যাহারের দাবি করলেও এমন কোনও লক্ষণ দেখা যাচ্ছে না। 

পেন্টাগন প্রধান ব্রাসেলসে ন্যাটো প্রতিরক্ষা মন্ত্রীদের বৈঠকে বলেন, "আমরা তা দেখতে পাচ্ছি না। বরং তার বিপরীতে , আমরা দেখতে পাচ্ছি যে তারা ইতোমধ্যেই সীমান্ত বরাবর ১ লাখ ৫০ হাজার সৈন্য মোতায়ন করেছে।"

যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা বলছেন, সাম্প্রতিক দিনগুলোতে মস্কো ইউক্রেন সীমান্তে আরও ৭ হাজার সেনা পাঠিয়েছে।

ওয়াশিংটনে, প্রেসিডেন্ট জো বাইডেন রাশিয়ার আক্রমণের হুমকিকে "খুব গুরুতর " হিসাবে চিহ্নিত করেছেন।

বাইডেন বলেন যে তিনি মনে করছেন রাশিয়া আক্রমণ করবে।

তিনি বলেন, "হ্যাঁ, আমি মনে করি। এখন না হলেও আমার মনে হয় আগামী কয়েক দিনের মধ্যে এটি ঘটবে।"

তবে বাইডেন বলেন যে তিনি এখনও বিশ্বাস করেন একটি কূটনৈতিক সমাধান সম্ভব।

অস্টিন বলেন , "রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যদি ইউক্রেন সংকটের কূটনৈতিক সমাধানের পরিবর্তে “যুদ্ধ বেছে নেন”, তবে পুতিনই দুর্ভোগের বিশাল ক্ষতির দায়ভার বহন করবেন।"

যুক্তরাষ্ট্র পূর্ব ইউক্রেনের ডনবাস অঞ্চলে রাশিয়ান বিচ্ছিন্নতাবাদী এবং কিয়েভের বাহিনীর মধ্যে সংঘর্ষও পর্যবেক্ষণ করছে, যেখানে গত আট বছরে ১৪ হাজার মানুষ নিহত হয়েছে।

বৃহস্পতিবার, ইউক্রেনীয় বাহিনী এবং রাশিয়া সমর্থিত বিদ্রোহীরা একটি যুদ্ধবিরতি রেখা বরাবর পরস্পরের বিরুদ্ধে গুলি বিনিময়ের অভিযোগ করেছে।

অস্টিন বলেন, গোলাগুলির খবর "অবশ্যই উদ্বেগজনক। আমরা কিছু সময় ধরেই বলছি যে রাশিয়া সামরিক সংঘাতকে ন্যায্যতা দেওয়ার জন্য এরকম কিছু করতে পারে, তাই আমরা খুব ঘনিষ্ঠভাবে তা পর্যবেক্ষণ করব।"

সূত্র: ভয়েস অব আমেরিকা

এসবি/ 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি