ঢাকা, সোমবার   ০৭ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

রাশিয়া ইউক্রেনে আক্রমণের অজুহাত খুঁজছে: বাইডেন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:১২, ১৮ ফেব্রুয়ারি ২০২২ | আপডেট: ০৯:১৬, ১৮ ফেব্রুয়ারি ২০২২

Ekushey Television Ltd.

ইউক্রেনে হামলার জন্য রাশিয়া সুযোগ খুঁজছে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি বলেন, কয়েকদিনের মধ্যেই হামলা হতে পারে রাশিয়া। রাশিয়ার বিভিন্ন পদক্ষেপে এমনটাই আভাস পাওয়া যাচ্ছে বলেও জানান বাইডেন। 

ইউক্রেনে আগ্রাসনের অজুহাত তৈরি করতে রাশিয়া সাজানো ভুয়া হামলার প্রস্ততি নিচ্ছে বলেও জানিয়েছেন তিনি। 

বৃহস্পতিবার, হোয়াইট হাউসে এক বক্তব্যে বাইডেন সাংবাদিকদের বলেছেন, রাশিয়ার আগ্রাসনের হুমকি “খুবই প্রবল।”

প্রমাণ হিসাবে ইউক্রেন সীমান্তে রাশিয়া বাড়তি সেনা মোতায়েন করেছে- যুক্তরাষ্ট্র সরকারের এমন বিশ্বাসের কথাই উল্লেখ করেন বাইডেন।

এর আগে বৃহস্পতিবার ইউক্রেন সীমান্তের সম্মুখভাগে সেদেশের বাহিনী এবং রুশ-পন্থি বিচ্ছিন্নতাবাদীদের মধ্যে গুলি বিনিময় হয়েছে।

এই ঘটনা ইউক্রেইনে আগ্রাসন চালানোর জন্য মস্কোর তৈরি করা অজুহাত হতে পারে বলে বর্ণনা করেছেন পশ্চিমা কর্মকর্তারা।

তবে এখন পর্যন্ত এই সব অভিযোগই অস্বীকার করে চলেছে রাশিয়া।

সূত্র: বিবিসি


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি