ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

ইতিহাসে কোনো দেশে আগ্রাসন চালায়নি রাশিয়া: দিমিত্রি পেসকভ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:১৩, ২১ ফেব্রুয়ারি ২০২২

বিশ্বের ইতিহাসে রাশিয়া কখনও কোনো দেশে আগ্রাসন চালায়নি এবং এখনও কোনো দেশে আগ্রাসন চালানোর কোনো ইচ্ছে মস্কোর নেই। একথা বলেছেন, রুশ প্রেসিডেন্টের মুখপাত্র দিমিত্রি পেসকভ। 

তিনি রোববার রাশিয়ার রাষ্ট্রীয় টেলিভিশনকে দেয়া এক সাক্ষাৎকারে বলেছেন, “এমনকি ইউরোপের মধ্যে রাশিয়া একমাত্র দেশ যে কিনা কথা বলার সময় প্রথম ‘যুদ্ধ’ শব্দটি ব্যবহার করেছে।”

যুক্তরাষ্ট্রসহ মার্কিন নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটোর কর্মকর্তা গত বেশ কিছুদিন ধরে অভিযোগ করে আসছেন যে, রাশিয়া ইউক্রেনে আগ্রাসন চালাতে চায়। এমনকি গত সপ্তাহে তারা বলেছিল, ১৬ ফেব্রুয়ারি রাশিয়া ইউক্রেনে হামলা চালাবে। কিন্তু বাস্তবে তেমন কিছুই হয়নি।

ক্রেমলিনের মুখপাত্র পেসকভ বলেন, “আমরা পাশ্চাত্যকে এই প্রশ্নটি করতে চাই যে, রাশিয়ার কী ঠেকা পড়েছে অন্যের ওপর হামলা করার জন্য? আমরা আপনাদেরকে ইতিহাস স্মরণ করিয়ে দিতে চাই। যদি হামলার কথাই বলতে হয় তাহলে নিকট অতীতের দিকে তাকালে ইউরোপীয়দের ইতিহাস খুব ভালো নয়। কিন্তু জেনে রাখবেন, রাশিয়া তার ইতিহাসে কখনো কারো ওপর হামলা করেনি।”

দিমিত্রি পেসকভ বলেন, “ইউরোপে রাশিয়া হচ্ছে সর্বশেষ দেশ যে কিনা যুদ্ধ সম্পর্কে কথা বলতে আগ্রহী হয়েছে এমনকি কথাবার্তায় ‘যুদ্ধ’ শব্দটি ব্যবহারেও রাশিয়ার অনীহা রয়েছে।”

পশ্চিমা দেশগুলোর নেতাদের মধ্যে ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন সর্বশেষ শনিবার রাশিয়ার সম্ভাব্য ইউক্রেন আগ্রাসন নিয়ে কথা বলেন। তিনি দাবি করেন, রাশিয়া ইউক্রেনে আগ্রাসনের প্রস্তুতি সম্পন্ন করেছে এবং একপ্রকার হামলার পরিকল্পনা বাস্তবায়নও শুরু হয়ে গেছে।
সূত্র: পার্সটুডে
এসএ/
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি