ঢাকা, রবিবার   ০৩ নভেম্বর ২০২৪

যে কোনো শর্তে পুতিনের সাক্ষাৎ চান বাইডেন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:২৬, ২১ ফেব্রুয়ারি ২০২২

ইউক্রেন সংকট নিরসনে যে কোনো শর্তে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সাক্ষাৎ করার ইচ্ছা প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টোনি ব্লিঙ্কেনের বরাত দিয়ে সংবাদমাধ্যমগুলো এ তথ্য প্রকাশ করেছে।

তবে, রাশিয়া তার প্রতিবেশী দেশকে আক্রমণের দ্বারপ্রান্তে বলেও সতর্ক করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। 

চলমান উত্তেজনার মধ্যেই ইউক্রেনে স্বল্প ও দীর্ঘ মেয়াদে ৩৫ কোটি মার্কিন ডলার দেওয়ার ঘোষণা দিয়েছে বিশ্বব্যাংক। জার্মানির মিউনিখ শহরে বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট ডেভিড মালপাস ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কির বৈঠকে এমন সিদ্ধান্ত হয়। 

ইউক্রেনের জ্বালানি ও জলবায়ু সংক্রান্ত খাতে সংস্কারমূলক কর্মকাণ্ডেও সহায়তা করবে বিশ্বব্যাংক। 

এর আগে, বর্তমান পরিস্থিতিতে ইউক্রেনে বসবাসরত ভারতীয় শিক্ষার্থী ও নাগরিকদের পূর্ব ইউরোপের দেশটি ছেড়ে আসতে বলেছে কিয়েভে অবস্থিত ভারতীয় দূতাবাস। 

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি