ঢাকা, শুক্রবার   ২৪ জানুয়ারি ২০২৫

এবার রাশিয়ার উপর আসতে পারে জাপানের নিষেধাজ্ঞা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৩৭, ২৩ ফেব্রুয়ারি ২০২২

ইউক্রেনে ‘আগ্রাসন’ চালানোয় ইত্যিমধ্যে রাশিয়ার ওপর যুক্তরাষ্ট্রসহ কয়েকটি দেশের নিষেধাজ্ঞা আরোপে যুক্ত হতে প্রস্তুত জাপান। 

বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতির দেশটির পক্ষ থেকে মঙ্গলবার জানানো হয়েছে, রাশিয়ার উপর নিষেধাজ্ঞা আরোপের জন্য যুক্তরাষ্ট্র এবং জি-৭ দেশগুলোর সঙ্গে যোগ দিতে তারা প্রস্তুত। 

প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনের বিদ্রোহীনিয়ন্ত্রিত দুইটি অঞ্চলকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়ে সেখানে সৈন্য পাঠানোর পর যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জার্মানি এবং ইউরোপীয় ইউনিয়ন রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপ করে।  

রাশিয়ার এই পদক্ষেপকে ‘অগ্রহণযোগ্য এবং আন্তর্জাতিক আইনের লঙ্ঘন’ বলেছেন জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা।
তিনি পুতিনকে সংযমের আহ্বানও জানিয়েছেন। 

“জাপান কঠোর শক্তিশালী প্রতিক্রিয়ার জন্য প্রস্তুত রয়েছে, যাতে নিষেধাজ্ঞা অন্তর্ভুক্ত হতে পারে,” বলেন জাপানের প্রধানমন্ত্রী।

জাপানের প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে জানানো হয়েছে, প্রধানমন্ত্রী কিশিদা জার্মানির নেতা ওলাফ শলৎসের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন। জি-৭ এর নেতৃত্বে রয়েছে জার্মানি। 

টেলিআলাপে দুই নেতাই ইউক্রেন পরিস্থিতির বিষয়ে পারস্পরিক সহযোগিতা বিনিময়ের বিষয়টি পুনরায় নিশ্চিতের পাশাপাশি পরিস্থিতি পর্যবেক্ষণের বিষয়ে সম্মত হয়েছেন।

এদিকে সোমবার রাশিয়ার ওপর নতুন নিষেধাজ্ঞা আরোপের কথা জানিয়েছে হোয়াইট হাউস।

হোয়াইট হাউসের একজন মুখপাত্র বলেন, “আমরা এই সিদ্ধান্তের সঙ্গে আমাদের মিত্রদের যুক্ত করছি।”
সূত্র: রয়র্টাস
আরএমএ/
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি