কৃষকের প্রতিবাদ, কয়েকশো গরু ছেড়ে দিলেন মাঠে!
প্রকাশিত : ১৫:২৬, ২৩ ফেব্রুয়ারি ২০২২
ভারতের উত্তরপ্রদেশে বিধানসভার নির্বাচনের ঠিক আগেরদিন রাজ্যের মূখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের সভার মাঠে কয়েকশো গরু ছেড়ে দিয়ে প্রতিবাদ জানালের রাজ্যের কৃষকরা। কিন্তু কেন?
মঙ্গলবার উত্তরপ্রদেশের বারাবাঁকিতে আয়োজন করা হয়েছিল যোগী আদিত্যনাথের জনসভা। কিন্তু সভা শুরু আগেই মাঠে কয়েকশো গরু ছেড়ে দিয়েছেন কৃষকরা। এলাকায় গরুর দৌরাত্ম্য কী হারে বাড়ছে তা বোঝাতেই মূলত এই প্রতীকী প্রতিবাদ।
কৃষক নেতা রমণদীপ সিং মান একটি ভিডিও শেয়ার করেন টুইটারে। সেখানে দেখা গেছে খোলা মাঠে চড়ে বেড়াচ্ছে কয়েকশো গরু। ওই নেতা ভিডিওটি শেয়ার করে লিখেছেন, ”বারাবাঁকিতে যোগী আদিত্যনাথের জনসভায় শয়ে শয়ে গরু ছেড়ে দিলেন কৃষকরা। আসলে এই ‘বেওয়ারিশ’ গবাদি পশুদের হাত থেকে মুক্তি না পেয়েই কৃষকরা এই পথ বেছে নিয়েছেন।
কৃষক নেতা বলেন, "গত পাঁচ বছরে উত্তরপ্রদেশ সরকার কোনও সমাধান খুঁজে পায়নি এই সমস্যার। এখন দেখার বিষয় অনুষ্ঠানের আগে বিজেপি এর কী সমাধান করে।"
এখনও পর্যন্ত যোগী কিংবা বারাবাঁকি প্রশাসনের পক্ষ থেকে কোনও প্রতিক্রিয়া জানানো হয়নি।
উল্লেখ্য, ভারতের উত্তরপ্রদেশে গো হত্যা নিষিদ্ধ দীর্ঘদিন ধরেই। এ জন্য এলাকায় গরু বেড়ে গেছে ব্যাপক হারে। এরইমধ্যে গরুর হামলায় হতাহতের ঘটনাও ঘটেছে।
সূত্র: সংবাদ প্রতিদেন
এসবি/
আরও পড়ুন