ঢাকা, শনিবার   ০২ নভেম্বর ২০২৪

পারমাণবিক অস্ত্র ন্যাটোর কাছেও রয়েছে: ফ্রান্স

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:০১, ২৫ ফেব্রুয়ারি ২০২২

পারমাণবিক অস্ত্র ন্যাটোর কাছেও রয়েছে, এই বিষয়টি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে বুঝতে হবে  বলে মন্তব্য করেছে ফ্রান্স। 

বৃহস্পতিবার ফরাসি পররাষ্ট্রমন্ত্রী জিন ইভেস লে ড্রিয়ান বলেন, পুতিন যখন পারমাণবিক অস্ত্র ব্যবহারের হুমকি দিচ্ছেন তখন এটা বুঝতে হবে যে, ন্যাটোও একটি পারমাণবিক জোট।

২৪ ফেব্রুয়ারি ভোরে এক ভাষণে ইউক্রেনে সামরিক অভিযানের নির্দেশ দেন পুতিন। এ সময় নিজ দেশের পারমাণবিক অস্ত্রভাণ্ডার নিয়েও কথা বলেন তিনি।

রুশ প্রেসিডেন্ট বলেন, “কোনও সম্ভাব্য আগ্রাসনকারী যদি আমাদের দেশকে সরাসরি আক্রমণ করে তাহলে তারা পরাজিত হবে এবং ভয়ঙ্কর পরিণতি ভোগ করবে। এ নিয়ে কোনও সন্দেহের অবকাশ নেই।“

পুতিনের এই হুমকির প্রেক্ষিতে ফরাসি পররাষ্ট্রমন্ত্রী বলেন, এই হুমকি ইউক্রেন সংঘাতে পারমাণবিক অস্ত্র ব্যবহারের হুমকির সমতুল্য বলেই মনে হয়েছে।

জিন ইভেস লে ড্রিয়ান বলেন, “আমি মনে করি যে, ভ্লাদিমির পুতিনকে অবশ্যই এটা বুঝতে হবে যে, আটলান্টিক জোট (ন্যাটো) একটি পারমাণবিক জোট।“

রাশিয়ার স্থানীয় সময় ২৪ ফেব্রুয়ারি ভোর ৬টার দিকে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন পূর্ব ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান পরিচালনার ঘোষণা দেন। 

এর কিছুক্ষণ পরই ইউক্রেনের প্রতিরক্ষা কর্তৃপক্ষ দেশের বিভিন্ন স্থানে ক্ষেপণাস্ত্র আঘাত হানার কথা জানায়। একইসঙ্গে রাশিয়ার স্থল ও বিমানবাহিনী কিয়েভ নিয়ন্ত্রিত অঞ্চলে প্রবেশ করে। 

এসবি/ 
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি