ঢাকা, শনিবার   ০৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

সহস্রাধিক রুশ সেনাকে হত্যার দাবি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:৫৫, ২৫ ফেব্রুয়ারি ২০২২ | আপডেট: ২২:০০, ২৫ ফেব্রুয়ারি ২০২২

Ekushey Television Ltd.

হামলার দুই দিনের মধ্যেই ইউক্রেনের রাজধানী কিয়েভে ঢুকে পড়েছে রুশ বাহিনী। ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, রুশ সেনারা রাজধানী কিয়েভের পার্লামেন্ট থেকে প্রায় ৯ কিলোমিটার উত্তরের শহর ওবোলনে ঢুকে পড়েছে।

প্রতিরক্ষা মন্ত্রণালয় এক টুইটে রুশ সেনাদের শত্রু হিসেবে উল্লেখ করে তাদের ঠেকাতে মলোতভ ককটেল তৈরির জন্য কিয়েভের বাসিন্দাদের অনুরোধ জানিয়েছে। সব বাসিন্দাকে নিরাপদে থাকতেও বলা হয়েছে ঐ টুইটে।

এছাড়া আরেক বার্তায় ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে, গতকাল থেকে যুদ্ধ শুরু হওয়ার পর এ পর্যন্ত এক হাজারের বেশি রুশ সেনা প্রাণ হারিয়েছে। ইউক্রেনের এই দাবি যাচাই করা সম্ভব হয়নি।

এর আগে ইউক্রেনের সেনাবাহিনী বলেছে, রাজধানী কিয়েভের উপকণ্ঠে দিমার ও ইভানকিভ এলাকায় সংঘর্ষ চলছে। ওই এলাকায় রাশিয়ার বেশ কিছু সাঁজোয়া যান ঢুকে পড়েছে। 

ইউক্রেন সেনাবাহিনী এর আগে ফেসবুক পেজের পোস্টে বলেছে, কিয়েভের উত্তর-পশ্চিমে রুশ সেনাদের প্রতিহত করতে লড়াই চালিয়ে যাচ্ছে ইউক্রেনের সেনারা। রাশিয়ার সেনাবাহিনী যাতে কিয়েভের দিকে আর এগোতে না পারে সে জন্য তেতেরিভ নদীর সীমান্তবর্তী একটি সেতু ধ্বংস করে দিয়েছে ইউক্রেনের সেনারা।

এদিকে, রাশিয়ার সেনাবাহিনী দাবি করেছে, তারা কিয়েভের নিকটবর্তী হোস্টোমেল বিমানবন্দর নিজেদের দখলে নিয়েছে। একইসঙ্গে পশ্চিম দিক থেকে কিয়েভকে অবরুদ্ধ করা হয়েছে বলেও দাবি রুশ বাহিনীর। 

রাশিয়ান বার্তা সংস্থা ইন্টারফ্যাক্সের বরাত দিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান শুক্রবার প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। তবে রাশিয়ার দাবিও যাচাই করা সম্ভব হয়নি।

এসি

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি