ঢাকা, মঙ্গলবার   ০৭ জানুয়ারি ২০২৫

ইউক্রেন সেনাদেরকে নেতৃত্ব উৎখাতের বার্তা পুতিনের

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:২৩, ২৫ ফেব্রুয়ারি ২০২২ | আপডেট: ২৩:১০, ২৫ ফেব্রুয়ারি ২০২২

প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবার সরাসরি ইউক্রেন সেনাদের উদ্দেশ্যে বার্তা দিয়েছেন। তিনি বলেন, ‘নেতৃত্বকে ক্ষমতা থেকে সরান। আমরা আপনাদের জন্য সুদিন নিয়ে আসছি।’

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন রুশ নিরাপত্তা পরিষদে ভাষণ দিয়েছেন। তিনি তার ভাষণে ইউক্রেন সরকার এবং ইউক্রেনের প্রেসিডেন্টকে ব্যঙ্গবিদ্রূপ করে তাদের ‘নব্য-নাৎসী’ এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধে রুশ বিরোধী বাহিনী ‘ব্যান্ডেরাইট’ বলে উল্লেখ করেন। খবর বিবিসির

তিনি বলেন, ‘তারা সন্ত্রাসীদের মত আচরণ করছে। রাশিয়া, শান্তিকামী জনগণকে হত্যা করছে এমন অভিযোগ করে তারা এই সাধারণ মানুষকে ঢাল হিসাবে তুলে ধরে নিজেদের আচরণ ঢেকে রাখছে।

পুতিন বলেন, ‘এটা সুনিশ্চিত যে বিদেশী পরামর্শদাতাদের সুপারিশে তারা এসব কিছু করছে। সবার উপরে তাদের পরামর্শ দিচ্ছে আমেরিকা।’

এরপর ইউক্রেন সেনাবাহিনীর উদ্দেশ্যে তিনি বলেন, ‘ইউক্রেনের সশস্ত্র সেনাদের উদ্দেশ্যে আমি আবার বলতে চাই, এই নব্য নাৎসীদের আপনাদের শিশু, আপনাদের স্ত্রী, আপনাদের বৃদ্ধ মানুষদের মানব-ঢাল হিসাবে ব্যবহার করতে দেবেন না।’

“নিজেদের হাতে ক্ষমতা তুলে নিন। কিয়েভের ওই মাদকাসক্ত এবং নব্য নাৎসী দলের সাথে কথা বলার চেয়ে আমরা এবং আপনারা কথা বললে একটা চুক্তিতে পৌঁছন অনেক সহজ হবে।”

এ দিকে রাশিয়ার সেনা কিয়েভের দিকে অগ্রসর হতে ইউক্রেন প্রশাসনের পক্ষ থেকে নাগরিকদের আহ্বান জানানো হয়েছে রাজধানী রক্ষার স্বার্থে অস্ত্র হাতে তুলে নেওয়ার। রুশসেনার গতিবিধির উপর নজর রাখার জন্য কিয়েভের বাসিন্দাদের আহ্বান জানানো হয়েছে।

ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষে নেটমাধ্যমে পেট্রল বোমা তৈরির কৌশল জানিয়ে নাগরিকদের উদ্দেশ্যে একটি পোস্ট করা হয়েছে। মন্ত্রণালয়ের উপদেষ্টা ভাদিম ডেনিসেঙ্কো বলেন, ‘‘যাঁরা অস্ত্র নিয়ে আমাদের রাজধানী রক্ষা করতে চান এমন স্বেচ্ছাসেবকদের হাতে ১৮ হাজার মেশিনগান তুলে দেওয়া হয়েছে।’’

পাশাপাশি নির্দেশ দিয়ে বলা হয়েছে, ‘‘রাজধানী রক্ষা করার জন্য ইউক্রেনের সেনারা কৌশলগত অবস্থান নিচ্ছে। নাগরিকদের অনুরোধ নিরাপত্তার স্বার্থে তারা যেন এই ছবি না তোলেন।’’

এসি

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি