ঢাকা, শনিবার   ০৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

নিন্দা জানিয়ে নিরাপত্তা পরিষদে প্রস্তাব, রাশিয়ার ভেটো

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:০২, ২৬ ফেব্রুয়ারি ২০২২

Ekushey Television Ltd.

ইউক্রেনে রুশ হামলার নিন্দা জানিয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে আনা একটি প্রস্তাবে প্রত্যাশিতভাবেই ভেটো দিয়েছে রাশিয়া। শুক্রবার রাতে পশ্চিমা দেশগুলোর পক্ষ থেকে উত্থাপিত প্রস্তাবটির পক্ষে ভোট দিয়েছে ১১ সদস্যদেশ। বিপক্ষে ভোট দিয়েছে রাশিয়া। আর চীন, ভারত ও সংযুক্ত আরব আমিরাত ভোটদানে বিরত ছিল।

আগে থেকেই ধারনা করা হচ্ছিল এ ধরনের প্রস্তাব নিরাপত্তা পরিষদে পাস হবে না কারণ সেখানকার স্থায়ী সদস্যদেশ রাশিয়া ভেটো ক্ষমতার অধিকারী।

প্রস্তাবটি নিয়ে ভোটাভুটির আগে জাতিসংঘে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত দাবি করেন, ইউক্রেন বর্তমানে যে ধরনের আগ্রাসন মোকাবিলা করছে তা প্রতিহত করার জন্যই নিরাপত্তা পরিষদ গঠন করা হয়েছিল। তবে গত দুই দশকে আমেরিকা যে বিশ্বের বিভিন্ন দেশে আগ্রাসন চালিয়ে দখল করে নিয়েছে এবং লাখ লাখ মানুষের প্রাণহানী ঘটিয়েছে সে বিষয়ের প্রতি মার্কিন রাষ্ট্রদূত কোনো ইঙ্গিত করেননি।

বৃহস্পতিবার ইউক্রেনে রাশিয়ার হামলা শুরু হওয়ার এ নিয়ে তিনবার জরুরি বৈঠকে বসল নিরাপত্তা পরিষদ। ঘটনাক্রমে চলতি ফেব্রুয়ারি মাসে ওই পরিষদের সভাপতির দায়িত্ব পালন করছে রাশিয়া।

গত কয়েক সপ্তাহের ব্যাপক জল্পনার অবসান ঘটিয়ে বৃহস্পতিবার সকালে ইউক্রেনের অভ্যন্তরে ঢুকে পড়ে রাশিয়ার সেনাবাহিনী। এ পর্যন্ত দেশটির বিস্তীর্ণ এলাকা নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে নিয়েছে রুশ সেনারা। শুক্রবার হামলার দ্বিতীয় দিনে রাজধানী কিয়েভে বেশ কয়েকবার ভয়াবহ বিস্ফোরণের শব্দ শোনা গেছে।

শুক্রবার বিভিন্ন সংবাদ মাধ্যমে ছবি ও ভিডিওসহ এ খবর প্রচার করা হয় যে, রাশিয়া সেনা ও ট্যাংক রাজধানী কিয়েভের শহরতলীগুলোতে ঢুকে পড়েছে। তবে এদিন রাজধানী শহরটিতে বড় আকারের রুশ হামলা হয়নি। ইউক্রেনের সেনাবাহিনী বলেছে, তারা রাজধানী শহর রক্ষার জন্য প্রতিরোধ গড়ে তুলবে।
সূত্র: পার্সটুডে
এসএ/
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি