ঢাকা, সোমবার   ২৪ ফেব্রুয়ারি ২০২৫

দেশরক্ষার প্রতিজ্ঞায় রাস্তায় নামলেন জেলেনস্কি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:২৫, ২৬ ফেব্রুয়ারি ২০২২

ইউক্রেনের রাজধানী কিয়েভের রাস্তায় নামলেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এক ভিডিও বার্তায় তিনি রাশিয়ার হামলার বিরুদ্ধে নিজের দেশকে রক্ষা করার বার্তা দিলেন। ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় প্রেসিডেন্টের ভিডিওটি টুইট করেছে। তাতে জেলেনস্কি বলছেন, “আমরা সবাই এখানে আছি। আমাদের সেনাবাহিনী এখানে আছে। সমাজের নাগরিকরা এখানে আছে। আমরা এখানে সবাই আমাদের স্বাধীনতা, আমাদের দেশকে রক্ষা করছি এবং এই কাজ আমরা এভাবেই করতে থাকব।”

ভিডিওতে দেখা যায় প্রেসিডেন্ট জেলেনস্কি সবুজ রঙের সামরিক ধাঁচের পোশাক পড়া। তার পাশেই দাঁড়িয়ে দেশের প্রধানমন্ত্রী, তার চিফ অফ স্টাফ এবং ঘনিষ্ঠ সহকারীরা। রুশ আগ্রাসনের বিরুদ্ধে রুখে দাঁড়াতে দেশের মানুষকে আর্জি জানিয়েছেন তিনি। 

উল্লেখ্য, শুক্রবার কিয়েভের রাস্তায় মুখোমুখি লড়াই হয় রাশিয়া ও ইউক্রেনের সেনার মধ্যে। ইতিমধ্যেই রুশ হামলায় নিহত হয়েছেন ইউক্রেনের বহু সেনা। ইউক্রেনের পক্ষে জানানো হয়েছে, সে দেশের স্কুলগুলো ধ্বংস করেছে রাশিয়ার যুদ্ধবিমান।

এদিকে জেলেনস্কি পশ্চিমা দেশগুলোর থেকে সমর্থন পেয়েছেন। পুতিনকে কোণঠাসা করতে এবার একজোট হয়েছে গোটা ইউরোপ। পুতিনের সঙ্গে সম্পর্কিত ইউরোপের যাবতীয় সম্পত্তি আপাতত ‘ক্রোক’ করার বার্তা দিয়েছে ইউরোপিয় ইউনিয়ন। এই আবহে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনের সেনার উদ্দেশে বার্তা পাঠিয়েছেন। তিনি ইউক্রেনের সরকারের বিরুদ্ধে সেদেশের সেনাকে গণঅভ্যুত্থানের আবেদন জানান। প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জানিয়েছেন, ইউক্রেনের সেনা যদি ক্ষমতা হাতে নেয়, তাহলে বোঝাপড়া হতে পারে। পাশাপাশি ইউক্রেনের সেনার ভূয়সী প্রশংসা করেন হামলাকারী রাশিয়ার প্রেসিডেন্ট। তিনি বলেন, “ইউক্রেনের সেনা জওয়ানরা খুবই সাহসের সঙ্গে পরিস্থিতির মোকাবিলা করছেন।”
সূত্র: হিন্দুস্তান টাইমস
এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি