ঢাকা, শুক্রবার   ২৪ জানুয়ারি ২০২৫

রুশ বাহিনীর সঙ্গে হাত মেলালো চেচেন যোদ্ধারা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:১১, ২৬ ফেব্রুয়ারি ২০২২ | আপডেট: ২২:১৪, ২৬ ফেব্রুয়ারি ২০২২

চেচনিয়া অঞ্চলের নেতা রমজান কাদিরভ

চেচনিয়া অঞ্চলের নেতা রমজান কাদিরভ

রুশ সৈন্যদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে যুদ্ধ করার ঘোষণা দিয়েছেন রাশিয়ার চেচনিয়া অঞ্চলের নেতা রমজান কাদিরভ। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের এই ঘনিষ্ঠ মিত্র অতি সম্প্রতি সামরিক ইউনিটে এই ঘোষণা দেন। 

একইসঙ্গে তিনি তার যোদ্ধাদের ইতোমধ্যেই ইউক্রেনে পাঠিয়ে দিয়েছেন বলেও জানান। 

অনলাইনে পোস্ট করা এক ভিডিওতে রমজান কাদিরভ বলেন, চেচেন বাহিনী এখন পর্যন্ত ইউক্রেনের একটি সামরিক স্থাপনা সফলভাবে দখল করেছে। তবে ওই ঘটনায় কেউ হতাহত হয়নি।

রাশিয়ার দক্ষিণাঞ্চলীয় প্রজাতন্ত্রের এই নেতা রুশ প্রেসিডেন্টের ঘনিষ্ঠ একজন মিত্র হিসেবেই পরিচিত।

রাশিয়ার আক্রমণকে সমর্থন করে কাদিরভ বলেন, ইউক্রেনের ওপর হামলা চালানোর যে সিদ্ধান্ত পুতিন নিয়েছেন, তা মস্কোর শত্রুদের ইউক্রেনের মাটি ব্যবহার করে রাশিয়ার ওপর হামলা চালানোর সুযোগকে প্রতিহত করবে।

এদিকে, রমজান কাদিরভের অনুগত চেচেন যোদ্ধাদের মানবাধিকার লঙ্ঘনের ব্যাপারে দুর্নাম রয়েছে বলেই জানিয়েছে বিবিসি।

এনএস//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি