ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

ফ্রান্সের পর এবার ইউক্রেনে অস্ত্র পাঠাচ্ছে জার্মানি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৩৬, ২৭ ফেব্রুয়ারি ২০২২ | আপডেট: ০৮:৩৮, ২৭ ফেব্রুয়ারি ২০২২

রাশিয়ার আক্রমণে বিধ্বস্ত ইউক্রেনকে ট্যাঙ্ক বিধ্বংসী অস্ত্র ও ক্ষেপণাস্ত্র সরবরাহের অনুমোদন দিয়েছে জার্মান সরকার। এক হাজার ট্যাঙ্ক বিধ্বংসী অস্ত্র এবং ৫০০টি ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপনাস্ত্র সরবরাহ করবে দেশটি।

জার্মান চ্যান্সেলর ওলাফ চ্যান্সেলর ওলাফ শোলজ শনিবার (২৭ ফেব্রুয়ারি) এ ঘোষণা দেন। 

টুইটারে দেয়া এক বার্তায়, রাশিয়ান আক্রমণকে একটি টার্নিং পয়েন্ট হিসেবে চিহ্নিত করে শোলজ বলেন, পুতিনের আক্রমণকারী সেনাবাহিনীর কাছ থেকে ইউক্রেনকে রক্ষার জন্য সর্বোচ্চ ক্ষমতা প্রয়োগ করা আমাদের দায়িত্ব।

এদিকে,  ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কি জার্মানির এ সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন।

এদিকে ইতিমধ্যে, ফ্রান্সের পাঠানো অস্ত্র ও সরঞ্জাম ইউক্রেনের পথে রয়েছে বলে জানিয়েছে বিবিসির এক প্রতিবেদন।

গত বৃহস্পতিবার ইউক্রেনে হামলা চালানোর ঘোষণা দেন প্রেসিডেন্ট পুতিন। এরপর ইউক্রেনের রাজধানী কিয়েভে ক্ষেপণাস্ত্র হামলা চালায় রুশ বাহিনী। ধ্বংস করে বিভিন্ন বিমানঘাঁটি ও গুরুত্বপূর্ণ স্থাপনা। হামলা থেকে বাঁচতে ইতিমধ্যে রাজধানী ছেড়ে পার্শ্ববর্তী দেশ পোল্যান্ড সীমান্তে আশ্রয় নিয়েছে ইউক্রেনের লাখো মানুষ।

ক্ষেপণাস্ত্র হামলা ও ব্যাপক গোলাগুলির মুখে স্থানীয় বাসিন্দাদের ঘরে থাকার নির্দেশ দিয়েছে ইউক্রেন সরকার। দেশটির সেনাবাহিনী দাবি করেছে, বৃহস্পতিবার রাশিয়া অভিযান শুরু করার পর এ পর্যন্ত সাড়ে তিন হাজার রুশ সেনাকে হত্যা করেছে ইউক্রেন বাহিনী।

এসবি/ 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি