ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

আকাশসীমা ব্যবহারে নিষেধাজ্ঞার কবলে রাশিয়া

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:২৮, ২৭ ফেব্রুয়ারি ২০২২ | আপডেট: ০৯:৩১, ২৭ ফেব্রুয়ারি ২০২২

রাশিয়ার জন্য নিজেদের আকাশসীমা বন্ধ করে দিচ্ছে ইউরোপীয় ইউনিয়নের সদস্য দেশগুলো।  এর ফলে রাশিয়ার কোনো বিমান আর ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোর আকাশসীমা ব্যবহার করতে পারবে না। রাশিয়ান নিউজ এজেন্সি তাস এর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। তবে কবে এই নিষেধাজ্ঞা জারি হবে তা এখনও পরিষ্কার নয়।

এদিকে এর আগেই রাশিয়ার বিমান চলাচলে আকাশসীমা বন্ধ করে দিয়েছে যুক্তরাজ্য, বুলগেরিয়া, চেক প্রজাতন্ত্র, পোল্যান্ড, রোমানিয়া, স্লোভেনিয়া, লাটভিয়া, লিথুনিয়া এবং এস্তোনিয়া। এবারে তাদের পথেই হাঁটল ইউরোপীয় ইউনিয়ন। 

ইউক্রেনে রাশিয়ার হামলার পর থেকেই পশ্চিমা দেশগুলো একের পর নিষেধাজ্ঞা দিতে শুরু করে রাশিয়ার বিরুদ্ধে। 

বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) যুক্তরাজ্য রাশিয়ার জাতীয় এয়ারলাইন্স অ্যারোফ্লোটের চলাচল নিষিদ্ধ করে। শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) আরও দুটি ইউরোপীয় দেশ রাশিয়ার বিমান চলাচলে নিষেধাজ্ঞা দেয়।

পোল্যান্ড এবং চেক রিপাবলিকও রাশিয়ার সঙ্গে বিমান চলাচলে নিষেধাজ্ঞা আনার পরিকল্পনা করছে। আর বৃহস্পতিবার জাপান এয়ারলাইন্স মস্কোর সঙ্গে তাদের ফ্লাইট বাতিল করেছে। 

এসবি/ 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি