ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

ইউক্রেনে ৬৪ বেসামরিক নাগরিক নিহত: জাতিসংঘ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:১৩, ২৭ ফেব্রুয়ারি ২০২২ | আপডেট: ১৬:০৫, ২৭ ফেব্রুয়ারি ২০২২

রাশিয়ার আক্রমণের চার দিনে ইউক্রেনে অন্তত ৬৪ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন বলে জানিয়েছে জাতিসংঘ।

রাজধানী কিয়েভসহ বেশ কয়েকটি বড় শহর থেকে তুমুল লড়াইয়ের খবর আসছে। তাতে দুইপক্ষেরই মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে।

জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনারের কার্যালয় এক প্রতিবেদনে জানিয়েছে, ইউক্রেনে এ পর্যন্ত ২৪০ জন বেসামরিক নাগরিক হতাহত হওয়ার তথ্য তাদের কাছে আছে, তাদের মধ্যে ৬৪ জনের মৃত্যু হয়েছে। 

ইউক্রেনের ১ লাখ ৬০ হাজারের বেশি মানুষ ঘরবাড়ি হারিয়েছে এরইমধ্যে। তারা এখন সীমান্ত পেরিয়ে পালানোর চেষ্টায় আছে বলে জানিয়েছে জাতিসংঘ।

আর ইউক্রেনে অবস্থানরতরা রয়েছেন সঙ্কটে। বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হওয়ায় বিদ্যুৎ ও পানির অভাবে পড়েছেন দেশটির হাজারও মানুষ। 

দেশটির সরকারের হিসাবে, রাশিয়ার আগ্রাসন ৫০ হাজার মানুষকে এরইমধ্যে শরণার্থী হতে বাধ্য করেছে।

রাশিয়া গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে হামলা শুরুর পর যুদ্ধের মাত্র চতুর্থ দিন চলছে। তবে আগ্রাসী রুশ বাহিনী প্রথম দুদিন যতটা দ্রুত অগ্রসর হচ্ছিল, এখন তাদের গাতি সাময়িকভাবে কিছুটা কমে এসেছে বলে পশ্চিমা গোয়েন্দা কর্মকর্তাদের ভাষ্য।

এসবি/ 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি