ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

রুশ হামলা রুখতে বোমা বানাচ্ছেন ইউক্রেনের নারীরা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:৪১, ২৭ ফেব্রুয়ারি ২০২২

রুশ সেনাদের আগ্রাসন ঠেকাতে এবার ইউক্রেনের নারীরা নিজেদের রক্ষা করতে বিশেষ কৌশল নিয়েছেন। মরোটভ ককটেল বা পেট্রল বোমা বানাচ্ছেন ইউক্রেনের ডিনিপ্রো শহরের নারীরা। 

তারা একসঙ্গে জড়ো হয়ে ঘাসের ওপর বাড়িতে বসে নারীরা পেট্রল বোমা বানাচ্ছেন। তাদের মধ্যে শিক্ষক, আইনজীবী ও গৃহিণী রয়েছেন। তারা কাচের বোতল, কাপড় ও জ্বালানি তেল দিয়ে এই বোমা বানাচ্ছেন। 

তারা বলছিলেন, তারা আসলে কী করছে সে ব্যাপারে খুব গভীরভাবে ভাবছেন না। কারণ এক নারী বলেছেন, এটি খুবই ভয়ঙ্কর।

তারা জানিয়েছেন, তারা যে কোনো কিছুর জন্য প্রস্তুত থাকতে চান। এই শহরটিতে এখনো আক্রমণ চালানো হয়নি। কিন্তু এটি ইতোমধ্যে যুদ্ধের মূল্য বুঝতে পারছে। কারণ শহরটির ৪০০ শয্যার সামরিক হাসপাতালের সব শয্যাই পুরো উত্তর ইউক্রেন থেকে আসা আহত সৈনিকে পরিপূর্ণ।

এসবি/ 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি