ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

ছবিতে ইউক্রেন যুদ্ধের তৃতীয় দিন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:১৫, ২৭ ফেব্রুয়ারি ২০২২ | আপডেট: ১৫:২০, ২৭ ফেব্রুয়ারি ২০২২

ইউক্রেনের রাজধানী কিয়েভের ওপর রুশ ক্ষেপণাস্ত্র হামলা অব্যাহত রয়েছে। কিয়েভের মেয়র বলছেন, রাজধানীতে 'অন্তর্ঘাতী বাহিনী' সক্রিয় হয়েছে, কারফিউ জারি থাকছে সোমবার সকাল পর্যন্ত। 

প্রেসিডেন্ট জেলেনস্কি বলছেন, রাজধানী কিয়েভ, দক্ষিণে ওডেসা এবং উত্তর পূর্বের খারকিভে তার বাহিনী রুশ সৈন্যদের সাথে লড়ছে। লড়াইয়ে এ পর্যন্ত ১৯৮জন ইউক্রেনীয় মারা গেছে বলে জানাচ্ছেন দেশটির স্বাস্থ্য মন্ত্রী। দেশটিতে আক্রমণ শুরুর চারদিনের মাথায় এই শহরটিতে রুশ সৈন্য ঢুকে পড়ে।

আসুন, একনজরে দেখে নেয়া যাক তৃতীয় দিনের যুদ্ধের কিছু স্থিরচিত্র-

কিয়েভে লড়াইয়ের পর অবিস্ফোরিত গোলা সরাচ্ছে ইউক্রেনীয় সৈন্যরা।

যুদ্ধের ফলে লক্ষাধিক ইউক্রেনীয় ইতোমধ্যেই পোল্যান্ডে ঢুকে পড়েছে।

কিয়েভের একটি আবাসিক ভবনে ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে বলে দেখা যাচ্ছে সিসিটিভি ফুটেজে। কর্মকর্তারা বলছেন, রাতের বেলা চালানো এই হামলায় ৩৫ জন আহত হয়েছেন।

ইউক্রেন প্রেসিডেন্ট বলেছেন, তাকে ক্ষমতাচ্যুত করার রুশ পরিকল্পনা বানচাল করা হয়েছে।

এখন পর্যন্ত ইউক্রেনের যে জায়গাগুলো রাশিয়া নিয়ন্ত্রণ করছে বলে জানা যাচ্ছে, সেগুলো হলো – রাজধানী কিয়েভের উত্তরে বেলারুস সীমান্তবর্তী কিছু অঞ্চল, খারকিভ শহরের আশপাশের অঞ্চল এবং দক্ষিণ দিকে ক্রাইমিয়ার উত্তরের কিছু অঞ্চল।

শনিবার সকাল থেকে রাশিয়ায় টুইটার ব্যবহার ব্লক করে দেয়া হয়েছে।

ইউক্রেনে রুশ আক্রমণে মদত যোগাচ্ছে চেচেন যোদ্ধারা...

কিয়েভে কারফিউয়ের একটি চিত্র।

ক্ষেপণাস্ত্রের আঘাতে কিয়েভের বিধ্বস্ত ভবন।

কিয়েভের ঝুলিয়ানি বিমানবন্দরের কাছে একটি বহুতল আবাসিক ভবনের ওপর সকালে ক্ষেপণাস্ত্র আঘাত হানে। ছবিতে দেখা যাচ্ছে, অন্তত পাঁচ তলা জুড়ে বিস্ফোরণের ফলে বিশাল গর্ত তৈরি হয়েছে।

এনএস//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি