ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

ইউক্রেন থেকে পালাল পৌনে ৪ লাখ বাসিন্দা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:২৬, ২৭ ফেব্রুয়ারি ২০২২

ইউক্রেন ছেড়ে যাচ্ছেন একটি পরিবার

ইউক্রেন ছেড়ে যাচ্ছেন একটি পরিবার

যুদ্ধ কবলিত ইউক্রেনের খারকিভ শহরে রুশ ও ইউক্রেনীয় সৈন্যদের মধ্যে রাস্তায় রাস্তায় যুদ্ধ চলছে। যার নানা ভিডিও চিত্র ছড়িয়ে পড়েছে সামাজিক মাধ্যমে। চলমান এ সংঘাতে এ পর্যন্ত পৌনে ৪ লাখ বাসিন্দা দেশ ছেড়ে পালিয়েছে বলেই জানিয়েছে জাতিসংঘ।

বিবিসির সংবাদদাতা পল এ্যাডামস জানাচ্ছেন, প্রকৃত অর্ধে খারকিভ শহরেই রুশ ও ইউক্রেনীয় সৈন্যদের মধ্যে প্রথমবারের মত রাস্তায় রাস্তায় যুদ্ধ বা 'স্ট্রিট ফাইটিং হচ্ছে।

রাস্তার এ যুদ্ধ অত্যন্ত গোলমেলে এবং কখন কি হবে- তা আগে থেকে বলা মুশকিল। আক্রমণ ও প্রতিরক্ষা– দু’দিক থেকেই এ যুদ্ধ এক কঠিন পরীক্ষা ইউক্রেনের জন্য।

এদিকে, জাতিসংঘের শরণার্থী সংস্থা ইউএনএইচসিআর জানাচ্ছে, ইউক্রেনে রুশ আক্রমণ ও যুদ্ধের কারণে ঘরবাড়ি ছেড়ে পালানো লোকের সংখ্যা এখন ৩ লাখ ৬৮ হাজারে পৌঁছেছে।

বিবিসির খবর অনুযায়ী, ইউক্রেন থেকে এ পর্যন্ত ১ লাখ ৫০ হাজারেরও বেশি লোক পালিয়ে পোল্যান্ডে আশ্রয় নিয়েছে। 

অন্যদিকে, গত তিন দিনে ইউক্রেন থেকে রোমানিয়ায় পালিয়েছে ৪৩ হাজারেও বেশি মানুষ।

এদিকে, ইউক্রেনে এ পর্যন্ত ৪ হাজার ৩০০ জন রুশ সৈন্য নিহত হয়েছেন বলে দাবী করেছেন দেশটির উপ-প্রতিরক্ষামন্ত্রী হানা মালিয়া। রোববার এক ফেসবুক পোস্টে চলমান যুদ্ধে রুশ ক্ষয়ক্ষতির একটি তালিকা প্রকাশ করে তিনি এ দাবি করেন।

এনএস//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি