ঢাকা, শুক্রবার   ০৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

হেগে আন্তর্জাতিক আদালতে রাশিয়ার বিরুদ্ধে মামলা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:৪২, ২৭ ফেব্রুয়ারি ২০২২ | আপডেট: ২০:৪৬, ২৭ ফেব্রুয়ারি ২০২২

Ekushey Television Ltd.

রাশিয়ার আগ্রাসন বন্ধ করার লক্ষ্যে ইউক্রেন হেগের আন্তর্জাতিক বিচার আদালতে একটি অভিযোগ দায়ের করেছে।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কি রোববার এক টুইটার বার্তায় বলেছেন, আগ্রাসনের ন্যায্যতা দিতে গণহত্যার জন্য রাশিয়াকে জবাবদিহি করতে হবে।

তিনি আরো বলেন, এখনই সামরিক তৎপরতা বন্ধ করার জন্য রাশিয়াকে নির্দেশ প্রদানের একটি জরুরি সিদ্ধান্ত নেয়ার জন্য আমরা আদালতে অনুরোধ জানিয়েছি এবং আশা করি আগামী সপ্তাহে বিচার শুরু করা হবে।

এদিকে ইউক্রেনের খারকিভে পথে পথে যুদ্ধ চলছে বলে জানা গেছে। তবে সর্বশেষ পাওয়া খবরে জানা গেছে- খারকিভ আবার ইউক্রেনীয় সেনাদের নিয়ন্ত্রণে চলে এসেছে।

খারকিভ অঞ্চলের গভর্নর জানিয়েছেন, ইউক্রেনীয় বাহিনী খারকিভ শহরটির নিয়ন্ত্রণ আবার পুনর্দখল করেছে।

টেলিগ্রামে এক পোস্টে ওলেহ সিনেহুবভ বলেন,‘খারকিভের নিয়ন্ত্রণ এখন পুরোপুরি আমাদের হাতে। সশস্ত্র বাহিনী, পুলিশ ও প্রতিরক্ষা বাহিনী মিলে কাজ করছে এবং শহরটিকে শত্রুদের হাত থেকে সম্পূর্ণ মুক্ত করছে।’

গত রাতে রুশ সৈন্যরা খারকিভ শহরে ঢুকে পড়েছিল। লড়াইয়ের খবরের সত্যতা যাচাই করা অত্যন্ত কঠিন তবে, খারকিভের বেসামরিক লোকেরাও বিবিসিকে বলেছে যে এখন শহরটি ইউক্রেনীয় নিয়ন্ত্রণে ফেরত এসেছে।

এসি


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি