ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

খারকিভ ফের দখলে নিল ইউক্রেন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:০৭, ২৭ ফেব্রুয়ারি ২০২২

রুশ বাহিনীর খারকিভ-দখল স্থায়ী হল না বেশিক্ষণ। রবিবার সকাল থেকে খারকিভ দখলের জন্য রাশিয়ার সেনাবাহিনী প্রাণপণ চেষ্টা চালিয়ে কিছুটা সফল হলেও তার কয়েক ঘণ্টার মধ্যেই ওই শহর কব্জা করে ফেলেছে ইউক্রেনের সেনা।

এমনটাই জানালেন খারকিভের গভর্নর ওলেগ সিনেগুবভ।

সামরিক অভিযানের চতুর্থ দিনে ইউক্রেনের প্রধান শহর কিভ এবং দেশের দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভে ঢুকতে গিয়ে প্রবল প্রতিরোধের মুখে পড়তে হয় রুশ বাহিনীকে। স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে খবর মেলে, একের পর এক রকেট হামলা চালিয়ে খারকিভে গ্যাস পাইপলাইন উড়িয়ে দিয়েছে রুশ সেনা। কিয়েভে তেল ভান্ডারেও বিস্ফোরণ ঘটানো হয়েছে। এ সবেরই মাঝে খবর পাওয়া যায়, খারকিভের ভিতর ঢুকে পড়েছে রাশিয়ার সেনাবাহিনী।

খারকিভ দখলের পর কিয়েভের পতন যখন মোটামুটি নিশ্চিত, ঠিক সেই সময় টেলিগ্রাম বার্তায় ওলেগ বলেন, খারকিভ এখন আমাদের দখলে চলে এসেছে। রুশ বাহিনীর উপর পাল্টা হামলা চালিয়ে তাদের খেদিয়ে দিয়েছে আমাদের সেনা।

টেলিগ্রামে এক পোস্টে ওলেহ সিনেহুবভ আরও বলেন, সশস্ত্র বাহিনী, পুলিশ ও প্রতিরক্ষা বাহিনী মিলে কাজ করছে এবং শহরটিকে শত্রুদের হাত থেকে সম্পূর্ণ মুক্ত করছে।

এসি

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি