ঢাকা, শুক্রবার   ১১ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

রুশ অভিযানে ৩৫২ বেসামরিক নাগরিক নিহত: ইউক্রেন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৫১, ২৮ ফেব্রুয়ারি ২০২২ | আপডেট: ০৮:৫৪, ২৮ ফেব্রুয়ারি ২০২২

Ekushey Television Ltd.

রাশিয়ার সামরিক অভিযানের শুরু থেকে এ পর্যন্ত ইউক্রেনে ১৪ শিশুসহ মোট ৩৫২ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন বলে জানিয়েছে ইউক্রেনের স্বাস্থ্য মন্ত্রণালয়।

মন্ত্রণালয় আরও জানিয়েছে, চলমান রুশ আগ্রাসনে নারী ও শিশুসহ ১ হাজার ৬৮৪ জন বেসামরিক নাগরিক আহত হয়েছেন।

গত বৃহস্পতিবার থেকে ইউক্রেনে দফায় দফায় রুশ হামলা চলছে। রুশ বাহিনীর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলেছে ইউক্রেনের সেনাবাহিনী। তবে রোববার  অভিযান আরও জোরালো করেছে রাশিয়া। খারকিভসহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ শহরে উভয়পক্ষের মধ্যে তীব্র লড়াই হয়েছে এই দিন।

এদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, পরবর্তী ২৪ ঘণ্টা ইউক্রেনের জন্য গুরুত্বপূর্ণ সময় হয়ে উঠবে। দেশজুড়ে রুশ সেনা অভিযানের মধ্যে এমন কথা জানান জেলেনস্কি। ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের সঙ্গে এক টেলিফোন আলাপে এমন মনোভাবের কথা জানান ইউক্রেনের প্রেসিডেন্ট।

এসবি/ 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি