ঢাকা, সোমবার   ০৭ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

তানজানিয়ার কিলি পলের মতো রিল বানানো হোক ভারতে, চাইছেন মোদী

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:৩৪, ২৮ ফেব্রুয়ারি ২০২২

Ekushey Television Ltd.

কাঁচা বাদাম গাওয়া কিলি ও নিমা পলের মতো রিল বানাক ভারতের ছেলেমেয়েরা, এমনটাই চাইছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 

রোববার ছিল মোদীর ‘মন কি বাত’ অনুষ্ঠানের ৮৬তম সম্প্রচার। সেখানেই মোদী এই ধরনের লিপ সিঙ্কিং ভিডিও বানানোয় ছোটদের উৎসাহ দিতে বলেন।

বীরভূমের ভুবন বাদ্যকরের ‘কাঁচা বাদাম’ গানের খ্যাতি সত্যিই এখন ভুবনজোড়া। নিছক বাদাম বেচার গান ভাইরাল হয়ে যাওয়ার পরে তা আন্তর্জাতিক মঞ্চেও চলে যায়। সে গানে ঠোঁট মিলিয়ে নেচেছেন অনলাইনের বিখ্যাত জুটি কিলি ও নিমা।

তানজানিয়ার এই জুটি ইন্সটাগ্রামে বাংলা কাঁচা বাদাম গানে নেচে যে ভিডিও বানান, তাও ভাইরাল হয়ে যায়।

এ বার সেই ভাই-বোন জুটির নাম শোনা গেল ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মুখে। শুধু তাই নয়, ভারতে ছোটরা যাতে এই ধরনের ভিডিও বানায় তার জন্য আর্জিও প্রকাশ করেছেন মোদী।

রোববার ছিল মোদীর ‘মন কি বাত’ অনুষ্ঠানের ৮৬তম সম্প্রচার। সেখানেই মোদী ভারতীয় ভাষার প্রচার ও প্রসার বাড়াতে এই ধরনের লিপ সিঙ্কিং ভিডিও বানানোয় ছোটদের উৎসাহ দিতে বলেন।

তবে নিছক বিনোদনের জন্য এমন ভিডিও বানানোয় উৎসাহ দেননি মোদী। তিনি বলেছেন, ‘‘কিলি ও নিমা ভাইবোনের মতো সবাই বিশেষ করে বিভিন্ন রাজ্যের ছোটরা এমন ভিডিও বানান।’’ মোদী চেয়েছেন, এক রাজ্যের গান গাক অন্য রাজ্যের ছেলেমেয়েরা। এর ফলে ‘এক ভারত, শ্রেষ্ঠ ভারত’ গঠনের লক্ষ্যে দেশের বিভিন্ন ভাষা জনপ্রিয় হবে।

সূত্র: আনন্দবাজার অনলাইন

এসবি/ 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি