ঢাকা, বুধবার   ২৫ ডিসেম্বর ২০২৪

রুশ বহরে সফল ড্রোন হামলার দাবি ইউক্রেনের

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৪৬, ২৮ ফেব্রুয়ারি ২০২২

ফেসবুকে পোস্ট করা ভিডিও থেকে নেওয়া ড্রোন হামলার দৃশ্য। ছবি: সিএনএন

ফেসবুকে পোস্ট করা ভিডিও থেকে নেওয়া ড্রোন হামলার দৃশ্য। ছবি: সিএনএন

খারসনের কাছে রাশিয়ার বাহিনীর একটি বহরে সফল ড্রোন হামলা চালানোর দাবি করেছে ইউক্রেনের বিমানবাহিনী। 

ইউক্রেন বিমান বাহিনী রোববার ফেইসবুকে একটি ভিডিও পোস্ট করে দাবি করেছে, সেনারা সফলভাবে এই হামলা চারিয়েছে।

ড্রোন হামলাটি কখন চালানো হয়েছে তা নিশ্চিত হওয়া না গেলেও ইউক্রেন বিমান বাহিনী জানিয়েছে, খারসনের উত্তরে চোরনোবায়িভকাতে এই হামলা হয়। 

ড্রোন ক্যামেরায় ধারণ করা ভিডিওতে একটি রাস্তায় সামরিক বহরের উপস্থিতি দেখা গেছে। 

হঠাৎই ওই বহরের মাঝামাঝি বিস্ফোরণের ঘটনা ঘটে। ওই সময় বহরটিকে হতবিহ্বল অবস্থায় দেখা গেছে।    

রাশিয়ান সেনাদের দিনিপার নদী অতিক্রম করার চেষ্টায় গত কয়েকদিন ধরে খেরসনে ইউক্রেনের সেনাদের সঙ্গে তুমুল লড়াই চলছে।
সূত্র: সিএনএন
এএইচএস/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি