ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

হামলার মধ্যেই কিয়েভে কারফিউ প্রত্যাহার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:১১, ২৮ ফেব্রুয়ারি ২০২২ | আপডেট: ১৫:১৯, ২৮ ফেব্রুয়ারি ২০২২

রাশিয়ার আগ্রাসনের মুখে ইউক্রেনের রাজধানী কিয়েভে জারি করা হয়েছিল কারফিউ। তবে দুই দিনের মাথায় তা প্রত্যাহার করল দেশটি।

সোমবার (২৮ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

হামলার পঞ্চম দিনে যখন ইউক্রেনের প্রায় সব অঞ্চলেই রুশ বাহিনীর সঙ্গে ইউক্রেনীয় বাহিনীর লড়াই চলছে, ঠিক সেই সময় কারফিউ প্রত্যাহার করা হল। 

মূলত নিত্য প্রয়োজনীয় পণ্যের দোকানগুলো খোলার সুযোগ দিতেই ইউক্রেন সরকার এই সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছে বিবিসি। এছাড়া টানা দুই দিনের বেশিরভাগ সময় ভূগর্ভস্থ নিরাপত্তা শেল্টারে কাটানো মানুষের জন্য এটি উল্লেখ্যযোগ্য প্রাপ্তি বলেও উল্লেখ করেছে সংবাদমাধ্যমটি।

অবশ্য আগের দুই রাতের তুলনায় কিয়েভে রোববারের রাত তুলনামূলক শান্ত ছিল।

যুদ্ধ ইউক্রেনের মানুষের জীবনের কী প্রভাব ফেলেছে তা এখনই স্পষ্ট নয়। মূলত যুদ্ধের মাধ্যমে মানুষের সুবিধা-অসুবিধার বিষয়টিকে উপেক্ষা করা হয়েছে। তবে বিদ্যমান এই পরিস্থিতির সঙ্গে স্থানীয়রাও অনেকটা খাপ খাইয়ে নিয়েছেন। খাদ্য ও পনীয় রেশনে মানুষ অভ্যস্ত হয়ে পড়েছে এবং তারা এক ধরনের রুটিনের মধ্যে পড়ে গেছে বলেও জানানো হয়েছে বিবিসির প্রতিবেদনে। 

এসবি/ 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি