ঢাকা, রবিবার   ০৩ নভেম্বর ২০২৪

ইউক্রেনে হামলার পঞ্চম দিনে যা যা হলো

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:১২, ২৮ ফেব্রুয়ারি ২০২২

কিয়েভের একটি দৃশ্য

কিয়েভের একটি দৃশ্য

রাশিয়ার পারমাণবিক শক্তিকে বিশেষ সতর্কাবস্থায় রাখার জন্য রুশ সামরিক বাহিনীকে আদেশ দিয়েছেন ভ্লাদিমির পুতিন। এদিকে বেলারুশ সীমান্তে রাশিয়া ও ইউক্রেনের প্রতিনিধিদলের মধ্যে একটি বৈঠক শুরু হবার কথা। তবে এই আলোচনা থেকে কোনো ফলাফল আসবে বলে মনে করছেন না ভলোদিমির জেলেনস্কি।

আসুন, এক নজরে জেনে নেয়া যাক ইউক্রেনে হামলার পঞ্চম দিনে এখন পর্যন্ত যা যা হলো- 

  • রুশ সৈন্যরা কিয়েভ থেকে মাত্র ৩০ কিলোমিটার দূরে অবস্থান নেয়া সত্ত্বেও রাজধানী শহর এখনও ইউক্রেনের হাতেই রয়েছে এবং শহরে জারি করা দুই দিনের কারফিউ তুলে নেয়া হয়েছে।

  • উত্তর-পূর্বের চেরনিহিভ শহরে রাতভর রাশিয়ার সেনারা ভারী গোলাবর্ষণ করেছে। কিন্তু এটিও এখনো ইউক্রেনের হাতে রয়েছে।

  • রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় স্বীকার করেছে যে, ইউক্রেনে আক্রমণের সময় তাদের বাহিনী ক্ষতির সম্মুখীন হয়েছে। যদিও কয়েকদিন ধরে তারা দাবি করেছে যে, তাদের কোনও ক্ষয়ক্ষতি হয়নি।

  • কিয়েভ এবং মস্কোর প্রতিনিধিরা শান্তি আলোচনার জন্য বেলারুশে যাচ্ছেন, যদিও প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সবাইকে সতর্ক করেছেন। তিনি আশা করেন না যে, এই আলোচনা থেকে কোনো ফলাফল আসবে।

  • এদিকে, রোববার রাতে বেশ কিছু প্রতিবেদনে বলা হয়েছে যে, বেলোরুশের স্বৈরশাসক আলেকজান্ডার লুকাশেঙ্কো তার কিছু সৈন্যকে রুশ আক্রমণে যোগ দেয়ার জন্য মোতায়েন করার প্রস্তুতি নিচ্ছেন।

  • অন্যদিকে রাশিয়ার অর্থনীতিতে পশ্চিমা নিষেধাজ্ঞার প্রভাব নিয়ন্ত্রণে মস্কোর কেন্দ্রীয় ব্যাংক সুদের হার বৃদ্ধি করেছে এবং বিদেশীদের কাছে থাকা সিকিউরিটি বিক্রি করা থেকে দালালদের নিষেধ করেছে।

  • এবং যুক্তরাজ্যের চ্যান্সেলর ঋষি সুনাক ব্রিটিশ আর্থিক প্রতিষ্ঠানগুলোকে রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক, পররাষ্ট্র মন্ত্রণালয় এবং দেশটির অন্য সার্বভৌম সম্পদ তহবিলের সংগে লেনদেন করতে নিষেধাজ্ঞা দিয়েছেন।

এনএস//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি